শেষ আপডেট: 28th February 2024 17:07
দ্য ওয়াল ব্যুরো: রেলের ভাড়া কমানো হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ভাড়া কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
করোনার সময় রেলের যে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল, তা আর কমানো হয়নি। এবার লোকসভা ভোটের মুখে এক ধাক্কায় রেলের ভাড়া কমানো হল ৪০ থেকে ৫০ শতাংশ।
অতি মহামারীর সময় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। দূরপাল্লার মেল, এক্সপ্রেসই হোক কিংবা প্যাসেঞ্জার ট্রেন, ‘স্পেশাল’ হিসেবে সেগুলি ধাপে ধাপে চালানো শুরু হয়। ফলে ফারাক হয়ে যায় যাত্রীভাড়ায়। আগে যেখানে প্যাসেঞ্জার ট্রেনের ন্যূনতম ভাড়া ছিল ১০ টাকা, তা এক ধাক্কায় ২০ টাকা বেড়ে যায়। নতুন ভাড়া হয় ৩০ টাকা। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও সেই বর্ধিত ভাড়া কমার নাম নেই। যাত্রীদের অভিযোগ, তিনগুণ বেশি ভাড়ার ‘ট্রেন্ড’ এখনও চালিয়ে যাচ্ছে রেল।
সম্প্রতি এ ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, ‘‘এই সব স্পেশাল ট্রেনে সফরের জন্য যাত্রীদের ৩০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। মন্ত্রক ঠিক করেছে খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা বন্ধ করা হবে।’’
১ মার্চ থেকে সেই সিদ্ধান্ত কার্যকরী করতে চলেছে রেল। ফলে রেলে ফিরছে সেই করোনার আগের সময়ের পুরনো ভাড়ায়। স্বভাবতই, খুশী রেলযাত্রীরা, বিশেষত, নিত্যযাত্রীরা।