শেষ আপডেট: 11th December 2023 08:58
দ্য ওয়াল ব্যুরো: আয়কর দাতাদের অনেকেই আয়করের অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট দফতরে জমা করেছেন। নিয়ম হল, আয়কর দফতর চূড়ান্ত হিসাবের পর অতিরিক্ত অর্থ আয়কর দাতাকে ফিরিয়ে দেয়।
কিন্তু বিগত চার বছর যাবত কয়েক লাখ আয়কর দাতা এই অর্থ ফেরত পাননি। কারণ কারিগরি কিছু কারণে টাকা ফেরত দেওয়া যাচ্ছিল না। আয়কর দফতর এই আয়কর দাতাদের জন্য সুখবর দিয়েছে। বলেছে, আগামী বছর জানুয়ারির মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েক লাখ আয়কর দাতার প্রতি গত চার বছর সুবিচার করা সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কিছু সমস্যার কারণে পূর্ণাঙ্গ হিসাব শেষ করা যাচ্ছিল না। এখন সমস্যা মিটে যাওয়ার পর প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করা হবে।
সামান্য অর্থ পাঠিয়ে দেখে নেওয়া হবে উপযুক্ত আয়কর দাতার অ্যাকাউন্টে তা জমা হয়েছে কিনা। তার আগে প্যান ও আধার সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। এটি এখন বাধ্যতামূলক। প্যানের সঙ্গে আধারের সংযোগ না থাকলে কোনও লেনদেন করা হবে না।
আয়কর দফতর জানিয়েছে, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ পর্যন্ত অর্থবষের টাকা এই দফায় ফেরানো হবে।