Date : 16th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
IndiGo Flight: মাঝ আকাশে বিকল ইঞ্জিন, মুম্বইয়ে জরুরি অবতরণ দিল্লি-গোয়া ইন্ডিগো বিমানেরবোয়িং ৭৮৭ বিমানগুলির 'ফুয়েল কন্ট্রোল সুইচ'-এ ত্রুটি নেই, সবরকম পরীক্ষা করে জানাল এয়ার ইন্ডিয়াগোপালগঞ্জ কিলিং: আওয়ামী লিগ কর্মীদের উপর গুলি বর্ষণে সেনা-পুলিশকে বাহবা দিলেন ইউনুসমিশন শেষে ঘরে ফিরছেন শুভাংশু, স্বামীর পছন্দের রান্না করবেন কামনা, একসঙ্গে সময় কাটানোর অপেক্ষাবঙ্গবন্ধুর মাজার ভাঙতে না পেরে আওয়ামী লিগ কর্মীদের খুন করেছে ইউনুস বাহিনী, অভিযোগ হাসিনার'প্রাথমিক চিকিৎসা পেলে ছেলেকে মরতে হত না', নিকোপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক মৃতের বাবাকবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ফের মেট্রো বিভ্রাট! ভোগান্তি অফিস ফেরত যাত্রীদের শীঘ্রই চূড়ান্ত হতে পারে আমেরিকা-ভারত বাণিজ্য চুক্তি, ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের'বাঙালি হওয়া, বাংলা বলা যেন এখন এক অপরাধ!' এক্সক্লুসিভ ইন্টারভিউয়ে বললেন গর্গ চ্যাটার্জীমায়েদের ভাব ছিল না কিন্তু মেয়েরা দুই বান্ধবী, সুপ্রিয়ার মেয়ের জন্মদিনে সুচিত্রার কন্যা
Haryana School Circular

'গুড মর্নিং' নয়, ১৫ অগস্ট থেকে বলতে হবে 'জয় হিন্দ', স্কুলগুলিকে ফতোয়া হরিয়ানা সরকারের

নির্দেশিকার কারণ হল, ছেলেমেয়েদের মধ্যে জাতীয়তাবাদ এবং জাতীয় গৌরবের গভীর বোধ গড়ে তোলা।

'গুড মর্নিং' নয়, ১৫ অগস্ট থেকে বলতে হবে 'জয় হিন্দ', স্কুলগুলিকে ফতোয়া হরিয়ানা সরকারের

১৫ অগস্ট থেকেই এই নয়া বিধি কার্যকর হবে।

শেষ আপডেট: 9 August 2024 13:39

দ্য ওয়াল ব্যুরো: 'গুড মর্নিং' বলা চলবে না। বলতে হবে 'জয় হিন্দ'। এমনই বিধি চালু হচ্ছে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি নেতৃত্বাধীন বিজেপি শাসিত হরিয়ানায়। স্বাধীনতা দিবস থেকে স্কুল চত্বরে শিক্ষিক-শিক্ষিকাদের কিংবা নিজেদের মধ্যেও গুড মর্নিং বলায় নিষেধাজ্ঞা আনা হচ্ছে। তার জায়গায় বলতে হবে জয় হিন্দ। সরকারি বিজ্ঞপ্তিতেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে।

হরিয়ানা সরকারের এই নির্দেশিকার কারণ হল, ছেলেমেয়েদের মধ্যে জাতীয়তাবাদ এবং জাতীয় গৌরবের গভীর বোধ গড়ে তোলা। গত বৃহস্পতিবার রাজ্যের স্কুলশিক্ষা ডিরেক্টরেট এক বিজ্ঞপ্তিতে একথা জানায়। আগামী ১৫ অগস্ট থেকেই এই নয়া বিধি কার্যকর হবে বলে নির্দেশে বলা আছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর স্লোগান ছিল জয় হিন্দ। স্বাধীনতার পরেও রাষ্ট্রীয় কোনও কাজে অথবা সেনাবাহিনীতে পরস্পরের মধ্যে সম্বোধন সূচক শব্দ হিসেবে জয় হিন্দ বলাটাই দস্তুর। হরিয়ানার স্কুলশিক্ষা ডিরেক্টরেট রাজ্যের সব জেলা শিক্ষা অফিসার, ব্লক শিক্ষা অফিসার, ব্লক প্রাথমিক শিক্ষা অফিসার, প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষকদের এই সার্কুলার পাঠিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয়গুলিতে গুড মর্নিংয়ের জায়গায় জয় হিন্দ বলা অভ্যাস করতে হবে। প্রত্যেককে স্কুল চত্বরে গুড মর্নিং না বলে সৌজন্য সম্বোধনে জয় হিন্দ বলতে হবে। আগামী ১৫ অগস্ট, স্বাধীনতা দিবস থেকেই এই ব্যবস্থা লাগু হবে।

রাজ্য সরকারের মতে, এর ফলে বাচ্চাদের মধ্যে জাতীয় ঐক্যবোধ গড়ে হবে। প্রতিদিন বাচ্চারা জয় হিন্দ বললে তাদের মধ্যে দেশের ঐতিহ্যশালী ইতিহাস ও গৌরববোধ জেগে উঠবে। তা থেকে উদ্বুদ্ধ হবে স্কুলের ছেলেমেয়েরা। স্বাধীনতা যে আত্মত্যাগের মধ্যে দিয়ে এসেছিল, সে সম্পর্কে তাদের ভিতরে অনুপ্রেরণা গড়ে উঠবে।


ভিডিও স্টোরি