শেষ আপডেট: 10th March 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: সোনা পাচারে ধৃত জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে নিয়ে এবার বিজেপি-কংগ্রেসে দড়ি টানাটানি শুরু হল। কর্নাটকের কংগ্রেস সরকারের অভিযোগ, বিজেপির আমলেই ফুলেফেঁপে উঠেছিলেন হর্ষবর্ধিনী রানিয়া ওরফে রানিয়া রাও। অভিনেত্রীর একটি সংস্থাকে বিজেপি সরকার একসময় বিশাল পরিমাণ শিল্পজমি অনুমোদন করেছিল। যেখানে আজ পর্যন্ত কিছুই গড়ে ওঠেনি। কেন তাঁকে ও তাঁর ভাইয়ের নামে গড়ে তোলা ওই সংস্থাকে ওই বিপুল পরিমাণ জমি তুলে দেওয়া হয়েছিল তা নিয়ে এখন জলঘোলা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে।
কর্নাটক শিল্পাঞ্চল উন্নয়ন বোর্ড (KIADB) জানিয়েছে, রানিয়াকে একটি ইস্পাত কারখানা গড়ে তোলার জন্য আগের বিজেপি নেতৃত্বাধীন সরকার জমি দিয়েছিল। বোর্ড আরও জানিয়েছে, কংগ্রেস সরকার ক্ষমতায় আসার আগেই ২০২৩ সালের জানুয়ারিতে ওই অনুমোদন হয়। বোর্ডের এই প্রত্যুত্তরের কারণ হল, সোনা পাচারের অভিযোগে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স ও সিবিআই একযোগে মামলা করায় জমি অনুমোদনের বিষয়টি সামনে আসে। কর্নাটক শিল্পাঞ্চল উন্নয়ন পর্ষদ ওই জমির অনুমোদন দিয়েছিল। কিন্তু, সেটা পূর্বতন বিজেপি সরকারের আমলে হয়েছিল বলে ব্যাখ্যা দিল বর্তমান বোর্ড।
রাজ্যের বৃহৎ ও মাঝারি শিল্পমন্ত্রী এমবি পাটিলের দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ সালের একটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ক্ষিরোদা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে সরকার ১২ একর জমি দান করে। তুমাকুরু জেলার সিরসা শিল্পাঞ্চলে এই জমি দেওয়া হয়েছিল। এই কোম্পানির মালিক ছিলেন রানিয়া ও তাঁর ভাই। আর কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে মে মাসে বিধানসভা নির্বাচনের পর। বিবৃতিতে বলা হয়েছে, ওই জমিতে টিএমটি বার, রড ও অন্যান্য সামগ্রী উৎপাদনের জন্য কারখানার গড়ার প্রস্তাব ছিল। যে কারখানায় রানিয়ারা প্রায় ১৩৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে জমি আদায় করেছিলেন।
পর্ষদের সিইও মহেশ জানিয়েছেন, ২০২৩ সালের ২ জানুয়ারি রাজ্যের ১৩৭-তম রাজ্যস্তরীয় সিঙ্গল উইনডো ক্লিয়ারেন্স কমিটি ওই জমির ছাড়পত্র দেয়। কোম্পানি ওই জমিতে টিএমটি বার, রড তৈরির কারখানা গড়ার প্রস্তাব দিয়ে জমি আদায় করে। যাতে প্রকল্প ব্যয় ১৩৮ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছিল। আপাতত ডিআরআই হেফাজতে থাকা রানিয়া জিজ্ঞাসাবাদের মুখে থাকলেও তাঁকে কেন্দ্র করে বাইরের রাজনীতিতে ঘূর্ণি শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।