Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?মিঠু ছিল খামখেয়ালি, 'আশ্রিতা'র পরও ছবি করতে চেয়েছিল, কিন্তু হল না: রত্না ঘোষালরাতে ভাত খেলেই নাকি ওজন বাড়ে! ডিনার প্লেট থেকে তাকে সরিয়ে দেওয়ার আগে জানুন, সত্যিই কি তাই?
Gold Price Crash

Gold Rate: বৃহস্পতিবার লক্ষ্মীলাভের পর শুক্রেও সোনার দামে ধস! কলকাতায় আজ কত?

গত কয়েক সপ্তাহে সোনার দাম হু হু করে বাড়ে। এক লক্ষে পৌঁছয় গত মাসে। আন্তর্জাতিক বাজারে বৈষম্যের ফলে সোনার দামে এত তারতম্য দেখা দেয়।

Gold Rate: বৃহস্পতিবার লক্ষ্মীলাভের পর শুক্রেও সোনার দামে ধস! কলকাতায় আজ কত?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 16 May 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এক ধাক্কায় দু'হাজার টাকা কমেছিল গহনা সোনার দাম। শুক্রে ফের কমে ৮০-র ঘরে নামল এই সোনালি ধাতু। কমেছে পাকা সোনার দামও। হাসি ফুটছে আম বাঙালির মুখে।

সোনা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। মধ্যবিত্ত থেকে ধনী, এই ধাতু নামা-ওঠা নজরে রাখেন। গত কয়েক সপ্তাহে সোনার দাম হু হু করে বাড়ে। এক লক্ষে পৌঁছয় গত মাসে। আন্তর্জাতিক বাজারে বৈষম্যের ফলে সোনার দামে এত তারতম্য দেখা দেয়।

তবে, অক্ষয় তৃতীয়ার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে সোনার দাম। মাঝে কয়েকদিন কিছুটা বেড়ে গেলেও ফের গতকাল অর্থাৎ ১৫মে এক ধাক্কায় অনেকটা পড়ে দাম।

শুক্রবার, ১৬ মে ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৮৮ হাজার টাকায় এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ৫৫০ টাকায়। জিএসটি অ্যাড হলে এই দাম খানিকটা বাড়বে।

তবে, দাম কমলেও খদ্দেরের তেমন দেখা নেই সোনার দোকানগুলোতে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরও দাম কমায় আশায় অনেকেই অপেক্ষা করছেন। কিছুটা দাম আরও কমলে হয়তো বাজার চাঙ্গা হবে। 


ভিডিও স্টোরি