গত কয়েক সপ্তাহে সোনার দাম হু হু করে বাড়ে। এক লক্ষে পৌঁছয় গত মাসে। আন্তর্জাতিক বাজারে বৈষম্যের ফলে সোনার দামে এত তারতম্য দেখা দেয়।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 16 May 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার এক ধাক্কায় দু'হাজার টাকা কমেছিল গহনা সোনার দাম। শুক্রে ফের কমে ৮০-র ঘরে নামল এই সোনালি ধাতু। কমেছে পাকা সোনার দামও। হাসি ফুটছে আম বাঙালির মুখে।
সোনা পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন। মধ্যবিত্ত থেকে ধনী, এই ধাতু নামা-ওঠা নজরে রাখেন। গত কয়েক সপ্তাহে সোনার দাম হু হু করে বাড়ে। এক লক্ষে পৌঁছয় গত মাসে। আন্তর্জাতিক বাজারে বৈষম্যের ফলে সোনার দামে এত তারতম্য দেখা দেয়।
তবে, অক্ষয় তৃতীয়ার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করে সোনার দাম। মাঝে কয়েকদিন কিছুটা বেড়ে গেলেও ফের গতকাল অর্থাৎ ১৫মে এক ধাক্কায় অনেকটা পড়ে দাম।
শুক্রবার, ১৬ মে ১০ গ্রাম ২২ ক্যারেট গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৮৮ হাজার টাকায় এবং ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ৯২ হাজার ৫৫০ টাকায়। জিএসটি অ্যাড হলে এই দাম খানিকটা বাড়বে।
তবে, দাম কমলেও খদ্দেরের তেমন দেখা নেই সোনার দোকানগুলোতে। বিশেষজ্ঞরা মনে করছেন, আরও দাম কমায় আশায় অনেকেই অপেক্ষা করছেন। কিছুটা দাম আরও কমলে হয়তো বাজার চাঙ্গা হবে।