শেষ আপডেট: 9th March 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: গোয়া পুলিশের বড় সফলতা! ইতিহাসে সবচেয়ে বড় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ১১.৬৭ কোটি টাকার হাইড্রোপনিক গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। ঘটনাটি ঘটেছে গুইরিম গ্রামে, যা পানাজি আর মাপসার মাঝামাঝি অবস্থিত। ওই ব্যক্তির কাছ থেকে ১১.৬৭২ কেজি নিষিদ্ধ গাঁজা পাওয়া গিয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, "আমরা ১১.৬৭২ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করেছি, যার বাজারমূল্য ১১.৬৭ কোটি টাকা। এটা গোয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদক উদ্ধারের ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে NDPS আইনে মামলা করা হয়েছে।"
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, "গোয়া পুলিশের অপরাধ দমন শাখাকে অভিনন্দন! এই বড় মাদক উদ্ধারের জন্য তাদের নিরলস পরিশ্রম প্রশংসনীয়। রাজ্যকে মাদকমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর।"
হাইড্রোপনিক্স হলো এমন এক চাষের পদ্ধতি, যেখানে মাটি ছাড়াই বিশেষ পানিনির্ভর উপায়ে গাছ জন্মায়। তবে এই পদ্ধতি অনেক সময় উন্নতমানের গাঁজা চাষের জন্য অপব্যবহার করা হয়।
জানা গিয়েছে, অভিযুক্তকে ধরতে গোয়া পুলিশ এক মাস ধরে গোপন অভিযান চালায়। পুলিশ এখন খতিয়ে দেখছে, তার সঙ্গে বড় কোনও মাদকচক্রের যোগসূত্র আছে কি না।