শেষ আপডেট: 3rd January 2025 11:18
দ্য ওয়াল ব্যুরো: 'সম্মানরক্ষার্থে' (Honor Killing) এক কিশোরকে নৃশংস খুনের অভিযোগ উঠল পুণের ওয়াঘোলি এলাকায়। বৃহস্পতিবার ভোরে ১৭ বছর বয়সি গণেশ টাণ্ডেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, যে মেয়েটির সঙ্গে ওই কিশোরের সম্পর্ক ছিল, তার বাবা এবং দুই ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে।
পুলিশ জানিয়েছে, লছমন পেটকর নামের অভিযুক্ত ওই বাবার মেয়ের মধ্যে বন্ধুত্ব ছিল গণেশ টাণ্ডের। তারা নিয়মিত কথাবার্তা বলত, যা পেটকর পরিবার মেনে নিতে পারেনি। তারা এই বন্ধুত্বকে সন্দেহের চোখে দেখত এবং সেই থেকেই ছেলেটিকে খুনের ষড়যন্ত্র করে তারা।
জানা গেছে, গণেশ ও তার বন্ধুরা বুধবার গভীর রাতে, প্রায় সাড়ে ১২টা নাগাদ রাস্তায় হাঁটছিল। সেই সময় লছমন পেটকর ও তার দুই ছেলে, নিতীন এবং সুধীর গণেশের পথ আটকায়। তার পরেই তারা গণেশকে লোহার রড ও পাথর দিয়ে নৃশংসভাবে পেটায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই গণেশের মৃত্যু হয়।
এই ঘটনার পরে লছমন, নিতীন ও সুধীর-- তিন অভিযুক্তকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।