শেষ আপডেট: 1st October 2024 17:47
দ্য ওয়াল ব্যুরো: যৌন সঙ্গমের পরেই মৃত্যু এক তরুণীর। ঘটনাটি ঘটেছে গুজরাতের সুরাতে। যৌন মিলনের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল তরুণীর যোনি থেকে। কিন্তু তাঁর সঙ্গী সেই সময় হাসপাতালে না নিয়ে গিয়ে ইন্টারনেটে ওষুধ খুঁজছিল। সেখানেই কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। তারপর কিছু করেই থামেনি রক্তক্ষরণ। দীর্ঘক্ষণ ধরে সমাধান খোঁজার পর শেষমেশ প্রেমিকাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন সেই যুবক। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনা ঘটেছে গুজরাটের নভসারি জেলার একটি হোটেলে। ইতিমধ্যেই এই ঘটনায় যুবকের বিরুদ্ধে হত্যার মামলার রুজু করার পাশাপাশি তাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, মৃত তরুণী গুজরাটের একটি নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রথম আলাপ বছর তিনেক আগে। তারপরে বন্ধুত্ব এবং পরে প্রেম। তবে মাঝে কেটে গিয়েছে দুই বছর। একে অপরের সঙ্গে যোগাযোগ করেননি দুই বছরেরও বেশি।
তারপর সাত মাস আগেই সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে আলাপ হয়। সেই থেকে আবারও প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপরে নভসারি জেলার একটি হোটেলে তারা একান্তে সময় কাটাতে যায়। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। যৌন মিলনের ঠিক পরেই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় তরুণীর। তার জেরেই মৃত্যু হয়।
ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, যৌন মিলনের সময় তরুণীর গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে। সেই কারণেই শুরু হয় রক্তক্ষরণ। হোটেল থেকে বের হওয়ার আগে কেটে গিয়েছে অনেক সময়।
তদন্তের পরে জানা যায়, যুবক প্রমাণ নষ্ট করার জন্য রক্তের দাগ পরিষ্কার করেছিলেন। অভিযুক্তকে স্থানীয় আদালতে তোলা হলে তাকে ইতিমধ্যেই ৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিচারক।