শেষ আপডেট: 6th September 2024 13:28
দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ ছিলেন ২৯ অগস্ট থেকে। দেহ উদ্ধার হয় রবিবার। কর্নাটকের বিদারে ১৯ বছরের জনজাতি তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে পরিচয় ছিল নির্যাতিতার। ঘটনায় ৩ জনকে এপর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতার গ্রামেরই বাসিন্দা। আর বাকি দু'জন পাশের গ্রামের। তিনজনকেই গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
জানা গিয়েছে, একটি গাড়ি নির্যাতিতাকে ২৯ অগস্ট বাড়ি থেকে নিতে যায়। সেখানে অভিযুক্তরা সকলেই উপস্থিত ছিল। ওই গাড়ি করে রওনা হওয়ার পর থেকে নির্যাতিতা আর বাড়ি ফেরেনি। ২ দিন পেরিয়ে গেলে ৩১ অগস্ট, শনিবার পরিবারের তরফে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়।
১ সেপ্টেম্বর, রবিবার নির্যাতিতার দেহ উদ্ধার হয় একটি ঝোপ থেকে। দেহের ময়নাতদন্ত ও ফরেন্সিক টেস্ট হয়। তারপরই ঘটনাটিতে ধর্ষণের মামলা যোগ করে পুলিশ। সেই মতো তদন্ত করে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ৩ জনকে গ্রেফতার করা হয়।
এই নিয়ে তোলপাড় কর্নাটক। সেখানকার প্রধান বিরোধী দল বিজেপির তরফে চলছে প্রতিবাদ। সুবিচার পাওয়া দাবিতে বিভিন্ন কর্মসূচিও করছে তারা।
অগস্টে কলকাতায় চিকিৎসককে ধর্ষণ করে খুনের পর কার্যত উত্তাল শহর। বাদ যায়নি দেশের কোনও রাজ্য। এই ঘটনার আঁচ পড়েছে বিদেশেও। কিন্তু তারপরও ধর্ষণে মতো ঘটনা ঘটে যাচ্ছে দেশজুড়ে।