শেষ আপডেট: 6th December 2023 22:49
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ নিয়ে কুমন্তব্য করেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছিলেন, “গোটা বাংলা দুর্নীতিতে আক্রান্ত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী মঞ্চে ঠুমকা নাচছেন।”
গিরিরাজের এই কুমন্তব্য রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র সমালোচনার পর ডিগবাজি খেলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। বুধবার গিরিরাজ বলেন, “ঠুমকা আমি বলিইনি। আমার টুইটার দেখুন। অপব্যাখ্যা করা হচ্ছে।”
গিরিরাজের দাবি, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ‘জশন’ করছেন (পড়ুন আনন্দ-উৎসব করছেন)। “জশন মানে ঠুমকা নাকি?”
তবে গিরিরাজ যে ‘ঠুমকা’ শব্দ ব্যবহার করেছিলেন তা রেকর্ডেই রয়েছে। এদিন গিরিরাজ বলেন, “আমি এটাই বলেছি, বাংলা দুর্নীতিতে ডুবে রয়েছে, গরিবের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে আর মমতা দিদি জশন মানাচ্ছেন। ওখানকার তৃণমূলের লোকজন আমার এ কথাই বিকৃত করে বাড়িয়ে চড়িয়ে বলছে।”
গিরিরাজ এ ধরনের অসংলগ্ন কথা আগে বহুবার বলেছেন। তখনও সমালোচনা হয়েছে। এবারও ব্যতিক্রম ঘটেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তাঁর সম্পর্কে এ ধরণের নারীবিদ্বেষী মন্তব্য নিয়ে রাজনীতির বাইরের লোকজনও সমালোচনা করেছেন।
একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম কুমন্তব্য দিলীপ ঘোষও বহুবার করেছিলেন। এমনকী এও বলেছিলেন, উনি বারমুডা পরে প্রচারে যেতে পারেন। ভোটের পর পর্যালোচনা করে বিজেপি নেতারা দেখেছিলেন, মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এহেন মন্তব্য বিজেপির উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
#WATCH | Delhi: Union Minister Giriraj Singh on West Bengal CM Mamata Banerjee says, "You can see my tweet, I have said that Mamata Didi, the state that is suffering from corruption and where the rights of the poor are being snatched, you're making 'Jashn' there. Is saying… pic.twitter.com/gZq9fSHlWW
— ANI (@ANI) December 6, 2023
গিরিরাজ কার কথায় ডিগবাজি খেয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। তবে এটুকু ইতিবাচক যে উনি যে কুমন্তব্য করেছেন, তা যে ঠিক হয়নি সেটা অন্তত বুঝেছেন। বা তার থেকে সরে এসেছেন।
গিরিরাজের মন্তব্য নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। তিনি শুধু বিরক্তি প্রকাশ করেছেন। কোনও উত্তর দেননি।