শেষ আপডেট: 7th May 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: ভোটের ডিউটিতে যাচ্ছিলেন জওয়ানরা। সেই সময়ে বড়সড় সড়ক দুর্ঘটনায় পড়ল আইআরবি জওয়ানদের বাস। মঙ্গলবার গিরিডির বাগোদরে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১২ জন জওয়ান এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। বাসটিতে ৪০ জন সেনাকর্মী ছিলেন।
মঙ্গলবার বিকেলে ঝারিপুল ঘাঘরা কলেজ থানার কাছে একটি বাইক আইআরবি জওয়ানদের বাসের সামনে চলে আসে। সেটিকে বাঁচাতে যান বাসের চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। ডিভাইডারে উঠে যায় বাসটি। টায়ার ফেটে যাওয়ায় বাসটি রাস্তার উপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক সেনাকর্মীর মৃত্যু হয়। আহত হয়েছেন প্রায় দশ সেনা। নিহত সেনাকর্মীর নাম বিকাশ ভগত।
দুর্ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছুটে আসে বাগোদর পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সেনাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বাগোদর ট্রমা সেন্টারে পাঠায়। তাদের মধ্যে চারজন সেনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ধানবাদ এসএনএমএমসিএইচে রেফার করা হয়েছে।
গুরুতর আহত সেনাদের রাঁচি রিমস-এ পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে বাগোদর হাসপাতালে পৌঁছান গিরিডির এসপি দীপক শর্মা। আহতদের অবস্থার খোঁজখবর নেন।