শেষ আপডেট: 5th February 2025 13:52
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই দেশবাসীর জন্য বড় চমক। বিশ্বের সবচেয়ে বড় নাগরদোলা দেখতে আর লন্ডনে ছুটে যাওয়ার দিন শেষ। ভারতেই দেখা যাবে 'লন্ডন আই' নাগরদোলা। শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি। ভারতের বানিজ্যনগরী মুম্বইতে গড়ে উঠবে বিশেষ নাগরদোলা।
মঙ্গলবার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ করেছে। সেই বাজেটের সবচেয়ে বড় চমক এই নাগরদোলা। জানা গেছে, ৭৪ হাজার কোটি টাকারও বেশি বাজেট পেশ করা হয়েছে। যা অনান্য বছরের তুলনায় রেকর্ড।
কমিশনার ভূষণ গগরানি জানিয়েছেন, এখনও পর্যন্ত এটাই বিএমসি-র পেশ করা সবচেয়ে বড় বাজেট। চলতি অর্থবর্ষের বাজেটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল 'মুম্বাই আই'। আইকনিক লন্ডন আই থেকে অনুপ্রাণিত হয়ে একটি বিশাল ফেরিস হুইল বা নাগরদোলা। যা ভারতে প্রথম।
টেমস নদীর তীরে অবস্থিত ১৩৫ মিটার লম্বা লন্ডন আই। তা থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষ ভাবনা পুরসভার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেল মেনে তৈরি হবে। তবে, এই প্রকল্পে ঠিক কত টাকা বরাদ্দ করা হবে এবং কোথায় তা গড়ে উঠবে সেই জায়গা এখনও চিহ্নিত করেনি বিএমসি। তবে পুরো জিনিসটা তৈরি করতে কমপক্ষে প্রকল্পটি দুই থেকে তিন একর জমির প্রয়োজন।
জানা যাচ্ছে, এটি পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে তা পুরোটাই কাচে ঢাকা থাকবে। ২০০৮ সালে শিবসেনা নেতা রবীন্দ্র ওয়াইকার প্রথম এই প্রস্তাব দিলেও তা কার্যকর হয়নি। এরপর ২০২২ সালে, মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) বান্দ্রা রিক্ল্যামেশন প্রমনেডে মুম্বাই আই নির্মাণের পরিকল্পনা করেছিল। তবে স্থানীয়দের বিরোধিতার কারণে তা হয়ে ওঠেনি।
ডিএমপি সাফ জানিয়েছে, রাজ্যবাসীর কথা ভেবেই এমন পরিকল্পনা। এই বাজেট মুম্বাইয়ের ভবিষ্যতের জন্য মাইলস্টোন। মানুষের মনোরঞ্জন ও দেশের উল্লেখযোগ্য স্থান হিসেবে এমন ভাবনাচিন্তা। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে।