আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।
ফাইল চিত্র
শেষ আপডেট: 17 May 2025 23:48
দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। শনিবার গাজিয়াবাদের হিন্ডন ক্যানেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রয়াত কনস্টেবলের নাম অঙ্কিত তোমর, বয়স প্রায় ২৮ বছর। ক্যানেলের কাদায় আটকে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার সূত্রপাত শনিবার সকালে, যখন আরতি (২৩) নামে বৈশালী সেক্টর ২-এর এক বাসিন্দা স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে হিন্ডন ক্যানালে ঝাঁপ দেন। ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন ট্রাফিক সাব-ইন্সপেক্টর ধর্মেন্দ্র ও কনস্টেবল অঙ্কিত তোমর। তাঁরা দু'জনেই সঙ্গে সঙ্গে জলেই ঝাঁপিয়ে পড়েন আরতিকে বাঁচাতে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রান্স হিন্ডন) নিমিশ পাটিল জানান, আরতিকে উদ্ধার করা গেলেও ক্যানালের কাদায় আটকে পড়েন দুই পুলিশকর্মী। পরে ধর্মেন্দ্র কোনওরকমে নিজে বেরিয়ে আসতে পারলেও অঙ্কিত আটকে থাকেন।
ডুবুরিরা এসে তাঁকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অঙ্কিত তোমরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।