শেষ আপডেট: 3rd November 2024 15:08
দ্য ওয়াল ব্যুরো: মোবাইলে কিংবা ইমেলে হঠাৎই ট্র্যাফিক আইন লঙ্ঘনের বার্তা পাচ্ছেন? সাবধান হোন এখন থেকে।
সাইবার অপরাধীরা নতুন ফাঁদ পেতেছে। দাবি, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের।
মন্ত্রকের তরফে জানানো হচ্ছে, ট্র্যাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল বা ইমেলে পাঠানো মেসেজে একটি লিঙ্ক ও থাকছে। ওই লিংক এর মধ্যেই থাকছে প্রতারণার ফাঁদ। সঙ্গে প্রচ্ছন্ন হুমকি, যাতে লেখা ‘জরিমানা না দিলে আপনার গাড়ি বাজেয়াপ্ত করা হবে'।
সাইবার বিশেষজ্ঞদের মতে, ভুয়ো লিঙ্কটি হুবহু পরিবহণ দফতরের ওয়েবসাইটের মতো! ফলে এই ধরনের হুমকি মেসেজ পেয়ে অনেকেই ঘাবড়ে গিয়ে লিঙ্কে ক্লিক করছেন। প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যক্তির সমস্ত তথ্য চলে যাচ্ছে সাইবার অপরাধীদের হাতে। অর্থাৎ নিখুঁত ফাঁদ পেতে প্রতারণা করা!
কেন্দ্রের তরফে জারি করা সতর্কতায় এই ধরনের মেসেজ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে বুঝবেন লিঙ্কটি আসল না নকল? তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, ভুয়ো লিঙ্কের শেষে শুধু ডট ইন থাকবে। পরিবহণ দফতরের দেওয়া লিঙ্কের শেষে ডট গভ ডট ইন লেখা থাকবে। এছাড়াও নকল লিঙ্কে গাড়ির ইঞ্জিন এবং চেসিস নম্বর লেখা থাকবে না।
সম্প্রতি ‘ডিজিটাল গ্রেফতার’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবার সাইবার অপরাধীদের ফাঁদ ব্যর্থ করার সতর্কবার্তা দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক।