মালিককে বাঁচাতে গিয়ে মৃত কুকুর।
শেষ আপডেট: 2nd March 2025 13:57
বাঘটি প্রথমে কুকুরটির ডাক উপেক্ষা করলেও কিছুক্ষণ পরে সে মালিকের দিক থেকে সরে গিয়ে কুকুরের দিকে চলে যায়। মুহূর্তের মধ্যে বাঘটি কুকুরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে ধরে গ্রাম থেকে কিছুটা দূরে নিয়ে যায়।
শিবম আতঙ্কের সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে জানান, তার প্রিয় কুকুরটি মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল এবং বাঘের সঙ্গে লড়াই করছিল। কিছুক্ষণ পর বাঘটি শেষমেশ কুকুরটিকে ছেড়ে দিয়ে জঙ্গলে ফিরে যায়।
তৎক্ষণাৎ কুকুরটিকে পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও, আঘাত এতটাই গুরুতর ছিল যে কয়েক ঘণ্টার মধ্যেই মারা যায় ওই জার্মান শেফার্ড। মালিকের জন্য নিজের প্রাণ দিয়ে লড়াই করা সাহসী এই পোষ্য কুকুরটির মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।