শেষ আপডেট: 5th February 2025 18:36
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের আগে বিরাট ঘোষণা ধনকুবের শিল্পপতি গৌতম আদানির ছোট ছেলে জিত ও হবু পুত্রবধূ দিবা শাহের। আদানিপুত্র জিত ও দিবা জইমিন শাহ জানিয়েছেন, তাঁরা প্রতিবছর শারীরিক প্রতিবন্ধকতা থাকা ৫০০ মেয়েকে বিয়ের জন্য প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে দেবেন। গৌতম আদানি নিজেই এক্সবার্তায় ছেলে ও ভাবী পুত্রবধূর এই প্রতিশ্রুতির কথা জানিয়ে তাঁদের আশীর্বাদ করেছেন।
উল্লেখ্য, আগামী শুক্রবার, ফেব্রুয়ারি, গুজরাতের আমেদাবাদে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে হতে চলেছে জিত-দিবার। এই অঙ্গীকারের পোস্টটি করে আদানি লিখেছেন, আমার ছেলে ও পুত্রবধূ তাদের দাম্পত্য জীবন শুরু করতে চলেছে এক অতি পবিত্র অঙ্গীকারের মধ্য দিয়ে। আমার কাছে এর থেকে বড় আনন্দের আর কী হতে পারে! জিত ও দিবা ঠিক করেছে তারা 'মঙ্গল সেবা' করবে। প্রতিবছর প্রতিবন্ধী ৫০০ বোনকে বিয়ের খরচ বাবদ ১০ লক্ষ টাকা করে দেবে। তিনি আরও লিখেছেন, বাবা হিসেবে এই মঙ্গল সেবা আমার কাছে এক বিশাল সন্তুষ্টি ও সৌভাগ্যের বিষয়।
यह अत्यंत हर्ष का विषय है कि मेरा बेटा जीत और बहू दिवा अपने वैवाहिक जीवन की शुरुआत एक पुण्य संकल्प से कर रहे हैं।
— Gautam Adani (@gautam_adani) February 5, 2025
जीत और दिवा ने प्रति वर्ष 500 दिव्यांग बहनों के विवाह में प्रत्येक बहन के लिए 10 लाख का आर्थिक सहयोग कर ‘मंगल सेवा’ का संकल्प लिया है।
एक पिता के रूप में यह ‘मंगल… pic.twitter.com/tKuW2zPCUE
শেষে হ্যাশট্যাগ সেবা হি সাধনা হ্যায় লিখে গৌতম বলেছেন, এই পবিত্র চেষ্টার মাধ্যমে দেশের অসংখ্য প্রতিবন্ধী মেয়ে এবং তাঁদের পরিবার সুখ ও আনন্দের মুখ দেখতে পাবেন, এই পূর্ণ বিশ্বাস আমার আছে। তাঁদের জীবনে সুখ, শান্তি এবং শ্রদ্ধার সন্ধান পাবেন। ভগবানের কাছে প্রার্থনা করি, জিত ও দিবাকে তিনি যেন আশীর্বাদ করেন এবং সেবাকার্যের এই পথে এগিয়ে চলতে তাঁদের শক্তি জোগান। গৌতম আদানি এই পোস্টের সঙ্গেই একটি ভিডিও দিয়েছেন। যেখানে তাঁর ছেলে জিত আদানিকে ২১ জন নববিবাহিত দিব্যাঙ্গ মেয়েকে তাঁদের স্বামীর সঙ্গে আলাপ-পরিচয় করতে দেখা যাচ্ছে।