আমদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে।
বিমান দুর্ঘটনা
শেষ আপডেট: 12 June 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বোর্ডে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে।
জানা গিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আমদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ টেক-অফ করে। তার পাঁচ মিনিটের মধ্যে পাইলট 'মে ডে' সংকেত পাঠান এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিমানবন্দর লাগোয়া এলাকায় ভেঙে পড়ে।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। X-এ দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর ভয়াবহ দুর্ঘটনায় আমরা মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের সহানুভূতি। মাটিতে থাকা সমস্ত পরিবারকে সহায়তা করতে আমরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”
উল্লেখ্য, আমদাবাদ বিমানবন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠী। দুর্ঘটনার পর এক বিবৃতিতে সংস্থা জানায়, আপাতত সব উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক। বাকি যাত্রীদের মধ্যে ৫৩ জন ছিলেন যুক্তরাজ্যের, ৭ জন পর্তুগালের এবং ১ জন কানাডার। যদিও এখনো পর্যন্ত বেঁচে থাকার বিষয়ে কোনও সরকারিভাবে ঘোষণা হয়নি। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত করছে ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। উদ্ধার কাজ এখনও চলছে।