Date : 8th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জ্বালা গুট্টার মেয়ের নাম রাখলেন আমির খান, রয়েছে ধর্মীয় যোগ! সকলে বলছেন, ‘বাহ’জ্যোতি বসু: সিপিএমের ‘সম্রাট অশোক’ থেকে ‘সম্রাট শাহজাহান’রফির গানে মাতোয়ারা, ‘ক্রিকেট বড়লোকদের খেলা’ বলা ছেলেটাই আজ এজবাস্টনের ফিনিক্সNeetu kapoor's Birthday: শৈশব থেকে নায়িকা, বলিউডের উজ্জ্বল অধ্যায়ের নাম নীতু কাপুর!নিছক বন্ধুত্ব নাকি রয়েছে প্রেম? সুরভীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়াজ অনুব্রত-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ বীরভূমের এসপি, দিল্লিতে তলব করেছিল মহিলা কমিশনরটউইলারের হামলায় ছিঁড়ল কান, শরীরে গভীর ক্ষত, ২০০টি সেলাই নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বৃদ্ধারোগা হতে ওজেম্পিক নিলে সমস্যা কোথায়, একটাই তো জীবন: রাম কাপুরSSC: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ! নিয়োগ প্রক্রিয়ায় ফের জটিলতাSSC: বৃষ্টির মধ্যেই নবান্ন ঘেরাওয়ের প্রস্তুতি, হাওড়া ময়দানে বঞ্চিত চাকরিপ্রার্থীরা
Gautam Adani statement on AI-171 crash

'প্রিয়জন হারানো পরিবারগুলির জন্য...' এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় গভীর শোক গৌতম আদানির

আমদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। 

'প্রিয়জন হারানো পরিবারগুলির জন্য...' এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় গভীর শোক গৌতম আদানির

বিমান দুর্ঘটনা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 12 June 2025 11:12

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বোর্ডে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে।

জানা গিয়েছে, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আমদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ টেক-অফ করে। তার পাঁচ মিনিটের মধ্যে পাইলট 'মে ডে' সংকেত পাঠান এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিমানবন্দর লাগোয়া এলাকায় ভেঙে পড়ে।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। X-এ দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর ভয়াবহ দুর্ঘটনায় আমরা মর্মাহত। এই অপূরণীয় ক্ষতিতে যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমাদের সহানুভূতি। মাটিতে থাকা সমস্ত পরিবারকে সহায়তা করতে আমরা প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

উল্লেখ্য, আমদাবাদ বিমানবন্দর পরিচালনা করে আদানি গোষ্ঠী। দুর্ঘটনার পর এক বিবৃতিতে সংস্থা জানায়, আপাতত সব উড়ান পরিষেবা স্থগিত রাখা হয়েছে।

বিমানটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক। বাকি যাত্রীদের মধ্যে ৫৩ জন ছিলেন যুক্তরাজ্যের, ৭ জন পর্তুগালের এবং ১ জন কানাডার। যদিও এখনো পর্যন্ত বেঁচে থাকার বিষয়ে কোনও সরকারিভাবে ঘোষণা হয়নি। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার তদন্ত করছে ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)। উদ্ধার কাজ এখনও চলছে।
 


ভিডিও স্টোরি