শেষ আপডেট: 11th January 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনে শরদ ভৌসাহেব কলস্কর নামে আরও এক অভিযুক্তকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত। কলস্করের জামিন মঞ্জুর করেন বেঙ্গালুরুর সিটি সিভিল ও দায়রা আদালতের বিচারপতি মুরলিধারা পাই বি।
২০১৮ সালের সেপ্টেম্বর মাস থেকে সাংবাদিক হত্যার অভিযোগে শরদ হেফাজতে ছিলেন। বিচারপতি তাঁকে জামিন দেওয়ার আগে বলেন, 'এই হত্যা মামলার কবে নিষ্পত্তি হবে তাঁর কোনও ঠিক ঠিকানা নেই। তাই কলস্করকে জামিন দেওয়া হল।'
অন্যদিকে, আদালতের কাছে জামিনের আর্জি জানিয়ে কলস্কর দাবি করেন যে তিনি নির্দোষ। গৌরী লঙ্কেশ খুনের ঘটনার সঙ্গে কোনও সম্পর্কও নেই। প্রসঙ্গত, এই হত্যা মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ১৮ জন। এখনও অবধি ১৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর মধ্যে বিকাশ পাতিল নামে এক অভিযুক্ত পলাতক।
সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগর এলাকায় ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর তাঁর বাড়ির বাইরে তিন জন মোটরসাইকেল আরোহী গুলি করে হত্যা করেন। তিনি হিন্দুত্ববাদী রাজনীতির একজন স্পষ্টবাদী সমালোচক ছিলেন।
হত্যা ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করে মোট ১৮ জনকে সন্দেহের তালিকায় আনা হয়েছিল। এর আগে গত বছরের অক্টোবরে মুক্তি পান বাকি ১৬ জন। এদিন হল আরও একজনের। একসঙ্গে এতজনের মুক্তি প্রশ্নচিহ্ন তুলে দিল গৌরী লঙ্কেশের হত্যা মামলার অগ্রগতির বিষয়ে।