শেষ আপডেট: 28th October 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: দেশবাসী তো বটেই, ভারতের ‘গগনযান’ অভিযানের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। ২০২৫ সালে এই অভিযান হওয়ার কথা ছিল। কিন্তু ফের একবার সিদ্ধান্তে বদল আনল ইসরো। আগামী বছর এই অভিযান হচ্ছে না। এমনটাই ঘোষণা করা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে। বড় আপডেট দেওয়া হয়েছে ‘চন্দ্রযান-৪’ নিয়েও।
ইসরো জানিয়েছে, নিরাপত্তার কারণে ২০২৫ সালে ‘গগনযান’ অভিযান করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে ২০২৬ সালে এই অভিযান করার কথা ঘোষণা করা হয়েছে। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ ‘চন্দ্রযান-৪’ এবং ‘নিসার’-এর উৎক্ষেপণ সূচিও ঘোষণা করেছেন একই সঙ্গে। ২০২৫ সালে হতে চলেছে ভারত-আমেরিকার যৌথ অভিযান ‘নিসার’। আর ‘চন্দ্রযান-৪’ অভিযান হবে ২০২৮ সালে।
'গগনযান' অভিযান হল ভারতের প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম এই অভিযানের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা ছিল ২০২২ সালেই এই অভিযান হবে। কিন্তু নিরাপত্তার কারণে তা পিছিয়ে ২০২৪ করা হয়। এখন সেই অভিযানও পিছিয়ে গেল। আসল অভিযানের আগে একাধিকবার মহড়া দেবে ইসরো। খালি মহাকাশযানকে পাঠিয়ে তা নিরাপদে ফিরিয়ে আনার পরীক্ষা করা হবে। সব পরীক্ষায় সফল হয়েই এই অভিযান শুরু করতে চাইছে ইসরো।
ভারতের 'গগনযান' সফল হলে রাশিয়া, আমেরিকা ও চিনের পর চতুর্থ দেশ হিসেবে মহাকাশে গবেষণার উদ্দেশ্যে নভোচর পাঠাবে ভারত। চলতি বছর ফেব্রুয়ারি মাসেই 'গগনযান' অভিযানের চার পাইলটের নাম ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁরা হলেন গ্রুপ ক্যাপ্টেন পি বালকৃষ্ণন নায়ার, অজিত কৃষ্ণন, অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার এস শুক্লা।
সম্প্রতি 'চন্দ্রযান ৩' ভারতকে অন্য মাত্রার সাফল্য এনে দিয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান। সেই সাফল্যের পর পরের অভিযানে কোনও ত্রুটি রাখতে চাইছেনা গবেষক-বিজ্ঞানীরা।
এদিকে ‘চন্দ্রযান-৫’ অভিযানও যে ইসরোর পরিকল্পনায় আছে তাও জানিয়েছেন এস সোমনাথ। তাঁর কথায়, জাপানের মহাকাশ সংস্থা জাক্সা (জেএএক্সএ)-র সঙ্গে যৌথ এক অভিযানের কথা ভেবেছেন তাঁরা। যদিও এই অভিযান আদতে কবে হবে, সে ব্যাপারে এখনও কোনও তথ্য দেয়নি ইসরো।