শেষ আপডেট: 26th January 2025 09:58
দ্য ওয়াল ব্যুরো: ২৬ জানুয়ারি রবিবার, দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবহ সুবিয়ান্ত। তিনি নিয়ে আসবেন ৩৫২ সদস্যের একটি ইন্দোনেশিয়ান ব্যান্ড, যা কুচকাওয়াজে অংশ নেবে।
হিমাচল প্রদেশের মাণ্ডির মেজর রাধিকা সেন এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন স্বদেশি প্রযুক্তিতে তৈরি 'নন্দীঘোষ ভেহিকল ফোর্স'-এর। এ বছর তিনি রাষ্ট্রপুঞ্জে সম্মানিতও হয়েছেন, যা তার সামরিক কেরিয়ারের নতুন দিগন্ত খুলেছে।
এবারের প্রজাতন্ত্র দিবসে বিশেষত্ব হিসেবে প্রদর্শিত হবে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির মাইলফলক, 'প্রলয়' মিসাইল। ৫০০ থেকে ১০০০ কেজির ক্ষমতাসম্পন্ন এই সার্ফেস টু সার্ফেস মিসাইল তৈরি করেছে ডিআরডিও। এটি ১৫০ থেকে ৫০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে এবং পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হয়েছে।
আরও এক নতুন প্রযুক্তি হচ্ছে 'সঞ্জয়'- দ্য ব্যাটলফিল্ড সার্ভেইল্যান্স সিস্টেম, যা যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ করতে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হবে।
কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন 'বাঘ মিত্র' অতুল সিং, যিনি উত্তরপ্রদেশের পিলভিট জেলার মধোতন্ড গ্রামে জীবন্ত বাঘ থেকে গ্রামবাসীদের রক্ষা করে বিশিষ্ট হয়েছেন।
এছাড়া, এবারের কুচকাওয়াজে একটি স্মরণীয় দৃশ্য হবে বাবা ও ছেলের অংশগ্রহণ। লেফটেন্যান্ট জেনারেল ভবনীশ কুমার প্যারেডের নেতৃত্ব দেবেন, আর তাঁর ছেলে অহন কুমার সেনার মাউন্টেড কলামে অংশ নেবেন।
হিমাচল প্রদেশের 'সিন্থু লোক নৃত্য' এবারে দিল্লির কর্তব্যপথে প্রদর্শিত হবে। প্রায় ২০০ শিল্পী এই নৃত্যে অংশ নেবেন। এছাড়া, 'জয়তি জয়া মুম ভারতম' নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪৫ ধরনের নৃত্য প্রদর্শিত হবে, যেখানে প্রায় ৫০০০ শিল্পী অংশ নেবেন। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ একটি নতুন যুগের সূচনা, যেখানে দেশীয় প্রযুক্তি, ঐতিহ্য এবং জাতীয় গর্ব একত্রিত হবে।