Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রীBharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাট
Karnataka BJP

'সনাতনী' বিজেপি এমপির জয়োৎসবে মদের ফোয়ারা, পুলিশ দিল পাহারা, কর্নাটকে শোরগোল

এই ফূর্তি উৎসবে বিরাট লাইন পড়েছিল লোকসভা কেন্দ্রের মানুষের।

'সনাতনী' বিজেপি এমপির জয়োৎসবে মদের ফোয়ারা, পুলিশ দিল পাহারা, কর্নাটকে শোরগোল

বিজয়োৎসবে মদ বিলি চলছে।

শেষ আপডেট: 8 July 2024 12:09

দ্য ওয়াল ব্যুরো: একেই বলে মদের ফোয়ারা। কাঙালিভোজনের মতো মদ্যপানের গণ-আসর। লোকসভা ভোটে বিপুল ভোটে জয়ের উৎসব হল 'চিয়ার্স' ধ্বনিতে। অন্তরঙ্গে নয়, গোপনেও নয়। হাটখোলা মাঠের মধ্যে ম্যারাপ বেঁধে, বাগানছাতা খুলে ক্রেটের পর ক্রেট মদের ধারা বয়ে গেল। আর এই কর্মকাণ্ডের নায়ক প্রাক্তন মন্ত্রী, তথা সনাতন ধর্মের ধারকবাহক বিজেপির এক লোকসভা সদস্য কে সুধাকর।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, এই ফূর্তি উৎসবে বিরাট লাইন পড়েছিল লোকসভা কেন্দ্রের মানুষের। ধন্যবাদজ্ঞাপক উৎসবের আয়োজক ছিল নবনির্বাচিত চিকবল্লাপুরের এমপির সমর্থকরা। সুধাকর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের এমএস রক্ষা রামাইয়াকে দেড় লাখেরও বেশি ভোটে হারিয়েছেন।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিকে শিবকুমার এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বিবৃতি দাবি করেছেন। শিবকুমার বলেন, স্থানীয় নেতা কেউ নন, আমি চাই জেপি নাড্ডা স্বয়ং এই কাজের ব্যাখ্যা দিন। এটাকে বিজেপির সংস্কৃতি বলেও শ্লেষ হানেন শিবকুমার। রাজ্য সরকার এই কাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে কিনা, জানতে চাওয়া হলে উপমুখ্যমন্ত্রীর জবাব, সেটা দ্বিতীয় কাজ। প্রথমে দলের সভাপতি কী বলেন জানতে চাই।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বোতলের পর বোতল পাহাড় করে রাখা ছিল ওই জায়গায়। তার ধারেই বিশাল লাইন মানুষের। সেখানে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে মদের বোতল। তার থেকেও আশ্চর্যের যে লোকসভা সদস্য স্থানীয় পুলিশকে এই অনুষ্ঠানের কথা জানিয়ে রেখেছিলেন। তাই পুলিশকেও দেখা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণের কাজ করতে।

উপস্থিত সকলকে খাবার, খাবারের প্যাকেট ও মদ দেওয়া হবে জেনেও পুলিশ কেন এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিল প্রশ্ন উঠেছে তা নিয়েও। শুধু তাই নয়, বিনা পয়সায় মদ বিলির অনুষ্ঠান সামলাতে পুলিশে ডিউটি দেওয়া নিয়েও নেট দুনিয়ার ব্যাপক নিন্দার ঝড় উঠেছে।

প্রাক্তন মন্ত্রী ও বিজেপির বিধায়ক সিএন অশ্বথ নারায়ণ এই বিতর্ক নিয়ে বলেন, আমরা কাউকে দোষারোপ করতে পারি না। বিষয়টির সত্যতা নিয়ে খতিয়ে দেখতে হবে। যা হয়েছে তা ঠিক কিনা সরকারকেই বিচার করতে হবে। তারা যদি মনে করে ভুল হয়েছে, তাহলে ওরাই ব্যবস্থা নিক।


ভিডিও স্টোরি