শেষ আপডেট: 31st January 2025 12:24
দ্য ওয়াল ব্যুরো: বাসে করে যাওয়ার সময়ে জানালা দিয়ে মাথা বের করেছিলেন তরুণী। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তাঁর মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেল! কর্নাটকের চামরাজনগর জেলার এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর।
জানা গেছে, একটি নন-এসি সরকারি বাসে করে গুন্ডলুপেট থেকে নানজানগুডের দিকে যাচ্ছিলেন ওই তরুণী। সে সময়ে তিনি জানালা দিয়ে মাথা বের করে হাওয়া খাচ্ছিলেন।
তখনই একটি দ্রুতগতির ট্রাক বাসের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে সজোরে ধাক্কা দেয়, ফলে মুহূর্তের মধ্যে তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পালিয়েছেন ট্রাকের চালক। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই ঘটনার রক্তাক্ত ও মর্মান্তিক দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে যাত্রীদের নিরাপত্তা ও সচেতনতা নিয়ে। চলন্ত বাসে জানালা দিয়ে মাথা বা হাত বের করা যে কতটা বিপজ্জনক, তার প্রমাণ এই ঘটনা।