শেষ আপডেট: 5th February 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে উত্তরপ্রদেশের চার-চারটি স্কুলে বোমাতঙ্ক। বুধবার নয়ডার পর পর চারটি স্কুলে বোমা আছে বলে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে খবর। তা কানে পৌঁছতেই আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও অভিভাবকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বুধবার সকালে বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলগুলিতে। তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর স্কুলের বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি চললেও সন্দেহজনক কিছুই মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়ো আতঙ্ক ছড়ানোর জন্যই এমন পরিকল্পনা।
জানা গেছে, নয়ডার স্টেপ বাই স্টেপ, দ্য হেরিটেজ, জ্ঞানশ্রী ও ময়ূর স্কুলে পাঠানো হয় হুমকি ইমেল। পুলিশ জানিয়েছে, খবর পেয়েই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল, একটি বোমা নিষ্ক্রিয়কারী দল , দমকল বাহিনী এবং স্নিফার ডগকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি সরকারিভাবে অভিযোগ দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের বাড়িতে ফেরত পাঠাতে বাধ্য হয় এবং অভিভাবকদের ইমেল পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, বুঝবার সকালে স্কুলে একটি ভুয়ো ইমেল এসেছে যেখানে স্কুল প্রাঙ্গণে বিস্ফোরক ডিভাইস থাকার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার দিকটি মাথায় রেখেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিরাপদ সময়ে পড়ুয়াদের অন্যত্র সরানো হয়েছে। চিন্তা করবেন না। সবাই সুস্থ আছে।
স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে চিরুনি তল্লাশির পর পুলিশ দল নিশ্চিত করেছে যে স্কুলে এখন আর কোনও সমস্যা নেই। নিরাপদ এবং স্বাভাবিকভাবেই সেখানে ক্লাস করা যাবে।
গত কয়েকমাসে একাধিক বার ভুয়ো বোমাতঙ্ক ছড়ায়। ডিসেম্বরেই দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। তবে শুধু রাজধানী শহর নয়, দেশের বিভিন্ন রাজ্যে এমন ঘটনা ঘটেছে। বারবার পুলিশ কড়া পদক্ষেপের কথা বললেও লাভ যে কিছুই হয়নি তা পরিষ্কার।