শেষ আপডেট: 3rd November 2024 17:01
দ্য ওয়াল ব্যুরো: রেল লাইন থেকে আবর্জনা সরাচ্ছিলেন। মুহূর্তের অসাবধানতায় মৃত্যু হল চার ঠিকাকর্মীর। সাফাইকর্মীরা একেবারেই বুঝতে পারেননি যে পিছন থেকে একটি এক্সপ্রেস ট্রেন তাঁদের দিকেই এগিয়ে আসছে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। কেরলের পলক্কড় জেলার ঘটনা।
সূত্রের খবর, শনিবার দুপুরে রেললাইন থেকে আবর্জনা সাফ করার কাজে ব্যস্ত ছিলেন সবাই। আচমকাই পিছন থেকে এসে পড়ে কেরল এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন সাফাই কর্মীরা। শ্রমিকদের মধ্যে দু’জন মহিলা ও দু’জন পুরুষ ছিলেন।
রেলের তরফে বিষয়টিতে দুঃখপ্রকাশ করে জানানো হয়েছে, সাফাইকর্মীরা হয়তো বুঝতে পারেননি যে পিছন থেকে ট্রেন আসছে, সেই কারণে এমন দুর্ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
চার জনের মধ্যে তিনজনের দেহ খুঁজে পাওয়া গেলেও এক পুরুষের খোঁজ মেলেনি। পুলিশের অনুমান, ট্রেনটি দ্রুতগতিতে আসায় সম্ভবত একজন পাশের একটি ছিটকে নদীতে পড়েছেন। যদিও কারও নাম ও পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
দেহ খোঁজার কাজ শুরু হয়েছে। ডুবুরি নামিয়ে পাশের নদীতে তল্লাশি চালানো হচ্ছে। তিনি আর বেঁচে নেই বলেই মনে করছেন তদন্তকারীরা।