শেষ আপডেট: 26th October 2024 13:09
দ্য ওয়াল ব্যুরো: আর পাঁচটা দিনের মতো কাজ সেরে রাতে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু ঘুণাক্ষরেও টের পাননি বিপদের কথা। মাঝরাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল চার যুবকের।
শুক্রবার গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামে সরস্বতী এনক্লেভ নামের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায় বলে খবর। শর্ট সার্কিটের জেরেই এমন দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। নিহতদের মধ্যে এক নাবালকও রয়েছে। পুলিশ জানিয়েছে ১৭ বছর বয়সি কিশোরের নাম আমন।
মৃতদের তালিকায় রয়েছেন আরও তিনজন। তাঁদের নাম সাহিল (২২), নূর আলম (২৭) ও মহম্মদ মুস্তাক (২৮) বলে পুলিশ সূত্রে খবর। প্রত্যেকেই বিহার থেকে গুরুগ্রামে কাজ করতে এসেছিলেন। চারজন সরস্বতী এনক্লেভের জে ব্লকে থাকতেন। স্থানীয় একটি পোশাক তৈরির কোম্পানিতে চারজনই দর্জির কাজ করতেন বলে খবর।
স্থানীয়দের মতে, শুক্রবার মধ্যরাত ১২ টা নাগাদ বাড়িটিতে আগুন লেগে যায়। বিষয়টি নজরে আসতে প্রথমে তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলকে খবর দেওয়া হলেও চার যুবককে বাঁচানো সম্ভব হয়নি। ঘুমের মধ্যেই চারজনের মৃত্যু হয়।
মৃতদের পরিবার সূত্রে খবর, গুরুগ্রামের একটি পোশাক তৈরির কারখানায় দর্জি হিসাবে কাজ করতেন মুস্তাক ও আলম। ১৭ বছর বয়সি আলমও তাঁদের সঙ্গেই কাজ করত কিন্তু তাঁদের বন্ধু সাহিল শুক্রবার রাতে দেখা করতে আসে। এরপর সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। দিওয়ালির আগে চারজনের মৃত্যুতে প্রিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।