শেষ আপডেট: 28th October 2024 22:56
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিগামী একটি যাত্রীবাহী ট্রেনে বিস্ফোরণ। ট্রেনটি হরিয়ানার রোহতক থেকে দিল্লি যাচ্ছিল। বিস্ফোরণের ফলে আগুন লেগে যায় সংশ্লিষ্ট কোচে। জখম চারজন যাত্রী। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ বাহিনী, রেল পুলিশ ও ফরেন্সিক টিমের সদস্যরা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪.২০ নাগাদ রোহতক স্টেশন থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় ট্রেনটি। চলতে চলতে ট্রেনে বিস্ফোরণ হয়। চালক জানতে পেরে খবর দেন স্টেশন মাস্টারকে। শাম্পলা স্টেশনের কাছে দাঁড় করানো হয় ট্রেনটিকে।
ঘটনাস্থলে আসে রেলওয়ে পুলিশ ফোর্স ও রোহতক পুলিশ। গুরুতর জখম চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, কোনও এক যাত্রী ওই ট্রেনে প্যাকেটে করে প্রচুর পরিমাণে পটাশ ও সালফার নিয়ে যাচ্ছিলেন। একটি ভিডিও ভাইরাল হয় সেই সময়ের। দেখা যায়, হঠাই রেলের ওই নির্দিষ্ট কোচটি ধোঁয়ায় ঢেকে যায়। তারপরই আগুনের ফুলকি দেখা যায়।
এই ঘটনা চলাকালীনই চালকের কাছে খবর পৌঁছয়। স্টেশন মাস্টারের সঙ্গে খবর যায় দিল্লি পুলিশের বম্ব ডিসপোসাল স্কয়্যাডের কাছেও। তারা এসে ট্রেনে তল্লাশি শুরু করে। পুলিশ জানিয়েছে, ট্রেনটিতে তল্লাশি চালিয়ে তবেই দিল্লির উদ্দেশে ফের রওনা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হবে।