ফাইল ছবি
শেষ আপডেট: 17 July 2024 02:40
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ে আত্মসমর্পণ করলেন দুই মহিলা সহ চার মাওবাদী। ছত্তীসগড়ের বস্তার ডিভিশনে পুলিশ এবং সিআরপিএফের যৌথবাহিনীর কাছে মঙ্গলবার আত্মসমর্পণ করেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তাঁদের মোট মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা।
সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চহ্বাণ জানিয়েছেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের মাথার দাম ২০ লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। তাঁদের মধ্যে কৈলাস ওরফে কাওয়াসি দেব ‘মিলিটারি কলাম’, ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ)-র ১০ নম্বর কোম্পানির ডেপুটি কমান্ডার ছিলেন। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা।
জানা গেছে, দেব ২০০৮ সালে কিশোর বয়সে সংগঠনে যোগ দেন। এরপর ২০১০ সালে তাঁর এলওএস সদস্য হিসাবে পদোন্নতি হয়। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত ছত্তিসগড় এবং মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতর্কিত হামলায় জড়িত ছিলেন।
এছাড়াও আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে ছিলেন পিএলজিএ-র ৩০ নম্বর প্লাটুনের সদস্য ভঞ্জম হাদমা, দক্ষিণ বস্তার আঞ্চলিক কমিটির সদস্যা সুক্কি মাদকম। তাঁদের মাথার উপর পাঁচ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে আত্মসমর্পণ করেছেন মহারাষ্ট্রের গঢ়ছিরৌলি-ভমরাগঢ় আঞ্চলিক কমিটির সদস্যা রাভা দেব। তাঁর মাথার দাম ছিল দু’লক্ষ টাকা।
সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার জানিয়েছেন, সরকারি নীতি মেনে আত্মসমর্পণকারী মাওবাদীদের প্রাথমিক ভাবে ২৫ হাজার টাকা অর্থসাহায্য এবং পুনর্বাসনের প্যাকেজ দেওয়া হবে।