শেষ আপডেট: 5th January 2025 20:47
দ্য ওয়াল ব্যুরো: বান্দেপোড়ার পর এবার কিস্তওয়াড়। ফের ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে ৬ জন যাত্রীকে নিয়ে গভীর খাদে পড়ল গাড়ি। জানা গেছে, জম্মু ও কাশ্মীরের কিস্তওয়াড় জেলায় দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও যদিও গাড়ির চালক-সহ মোট দুজনের এখনও কোনও হদিশ পাওয়া যায়নি। তাঁদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
শনিবার রাতে দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছয় উদ্ধারকারী দল। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, খাদে নেমে মৃতদেহগুলি উদ্ধার করা হচ্ছে। শেষ পাওয়া খবরে ৪ জনের মৃতদেহ উদ্ধার হলেও, গাড়িতে থাকা বাকি দু’জনের এখনও কোনও খোঁজ মেলেনি।
এদিকে রবিবার সকালে শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। শুনতে পেলাম কিস্তওয়াড়ায় খাদে গাড়ি উল্টে চার যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গাড়ির চালক-সহ আরও একজনের খোঁজ পাওয়া যায়নি। মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের পরিবারকে সমবেদনা জানাই।
শনিবার সকালেই জম্মু-কাশ্মীরের বান্দেপোড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনার গাড়ি। এই ঘটনায় ৪ জন জওয়ানের মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। সেনার তরফে জানানো হয়, বান্দেপোড়ার এসকে পায়েন এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার ট্রাক চালক। সে কারণেই খাদে পড়ে যায় গাড়ি।