শেষ আপডেট: 1st February 2025 09:37
দ্য ওয়াল ব্যুরো: চারদিনের মাথায় দিল্লি বিধানসভার ভোট। তার আগে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন আম আদমি পার্টির আটজন বিধায়ক। তাঁরা হলেন, গিরীশ সোনি, বোহিত মেহেরৌলা, মদললাল, রাজেশ ঋষি, নরেশ যাদব, ভাবনা গৌড়, পবনকুমার শর্মা, এবং বিএস জুন।
আপ এবার ২০জন বিধায়ককে টিকিট দেয়নি। সেই জায়গায় দল টিকিট দিয়েছে কংগ্রেস ও বিজেপি থেকে আসা নেতাদের। সদ্য দলত্যাগী আট বিধায়কও টিকিট বঞ্চিত। তা নিয়ে ক্ষোভ ছিলই। যদিও আটজনই দাবি করেছন, দলের কাজকর্ম মানতে পারছিলেন না। তাই পার্টি ছাড়লেন।
আট বিধায়কই দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে দায়ী করেছেন। তাঁদের বক্তব্য, উনি দলকে আর আম আদমি পার্টি রাখছেন না। যেভাবে কোটি কোটি টাকা দিয়ে নিজের বাড়ি সাজাচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয়। মানুষ প্রশ্ন তুলছে এই দলকে কেন আম আদমি পার্টি বলা হবে।
আট বিধায়ক এক দিনে দল ছাড়লেও প্রত্যেকে আলাদা করে নিজের সিদ্ধান্ত এবং কারণ জানিয়েছেন। গিরীশ সোনির বক্তব্য, আজ নয়। অনেকদিন ধরেই দলের মধ্যে বলার চেষ্টা করেছি, পার্টি আম আদমির কাছ থেকে সরে যাচ্ছে।
দলিত সম্প্রদায়ের মানুষ রোহিত মেহেরৌলা। তাঁর বক্তব্য দল আমার সম্প্রদায়কে ভোটের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু আমাদের জন্য কিছু করেনি। অনেকবার দলে এই বিষয়ে সরব হয়েও সুবিচার পাইনি।
ভোটের মুখে বিধায়কদের দলত্যাগ কি আপকে বিপাকে ফেলবে? রাজনৈতিক মহল মনে করছে, তেমন সম্ভাবনা কম। কারণ, মানুষ ভোটের বিষয়ে মনস্থির করে ফেলেছে। ওই বিধায়কেরা আরও আগে এই সিদ্ধান্ত নিলে দল বিপাকে পড়ত।