শেষ আপডেট: 15th January 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে স্নান করতে গেছিলেন। কিন্তু পুণ্যস্নানে গিয়ে এতবড় অঘটন ঘটে যাবে তা কে জানত? জলে স্নান করতে নেমে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হল এনসিপি নেতা মহেশ কোঠের। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর।
জানা গেছে, মঙ্গলবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গেছিলেন শরদ পাওয়ারের শিবিরের নেতা তথা সোলাপুরের প্রাক্তন মেয়র মহেশ। জলে নামতেই হার্ট অ্যাটাক হয় তাঁর।
এরপরই বুকে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। জল থেকে উঠিয়ে এনসিপি নেতাকে তড়িঘড়ি মেডিক্যাক ক্যাম্পে নিয়ে আসা হলেও লাভের লাভ কিছুই হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত্যুকালে এনসিপি নেতার বয়স হয়েছিল ৬০ বছর।
সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নান করতে যান মহেশ। এদিকে দলের নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর পরিবার ও প্রিয়জনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
सोलापूरचे सर्वात तरुण माजी महापौर व माझे जुने सहकारी महेश कोठे यांचे प्रयागराज येथे दुःखद निधन झाले. सोलापूर शहराच्या समाजकारणात व राजकारणात महेश कोठे यांचे मोठे प्राबल्य होते. त्यांच्या रूपाने सोलापूर शहराने एक धडाडीचा कार्यकर्ता गमावला आहे. कोठे कुटुंबियांच्या दुःखात आम्ही… pic.twitter.com/aeI52IQcHS
— Sharad Pawar (@PawarSpeaks) January 14, 2025
সোলাপুরের প্রাক্তন মেয়রের সহকারী জানান, মকর সংক্রান্তি উপলক্ষে প্রয়াগরাজে এসেছিলেন মহেশ। মূল উদ্দেশ্য ছিল ১৪৪ বছর পর বিশেষ দিনে অমৃত স্নান। এদিন পুণ্য লাভের আশায় জলেও নামেন। তারপরই ঘটে যায় দুর্ঘটনা।
জানা গেছে, বুধবারই প্রয়াগরাজ থেকে সোলাপুরে এনসিপি নেতার দেহ নিয়ে আসা হবে। বিকেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরিবারে তাঁর স্ত্রী ও ছেলে রয়েছেন। তবে দলের নেতার আচমকা চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না এনসিপি কর্তারা।