Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরা
Hemant Soren Released from Jail

৫ মাস পর জেল থেকে বেরিয়ে হেমন্ত সোরেন বললেন, গোটা দেশ জানে কেন গারদে পোরা হয়েছিল

৫ মাস পর জেল থেকে বেরিয়ে হেমন্ত সোরেন বললেন, গোটা দেশ জানে কেন গারদে পোরা হয়েছিল

হেমন্ত সোরেন।

শেষ আপডেট: 28 June 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারই রাঁচির বিরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন। শুক্রবার ঝাড়খণ্ড হাইকোর্ট জমি কেলেঙ্কারি মামলায় সোরেনের জামিন মঞ্জুর করে। এদিন দুপুরে স্ত্রী কল্পনা সোরেন স্বামীকে আনতে জেলে যান। সেখান থেকে বেরিয়ে হেমন্ত বলেন, পাঁচ মাস পর আইনত আমি জেল থেকে বেরিয়ে এলাম। এই পাঁচমাস ঝাড়খণ্ডের পক্ষে খুবই খারাপ সময় কেটেছে। আজ গোটা দেশ জেনে গিয়েছে, আমাকে কেন জেলে যেতে হয়েছিল।

প্রসঙ্গত, এদিন সকালে হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় জামিনে মুক্তি দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁকে ৫০ হাজার টাকার বন্ড এবং সমমূল্যের দুটি সিওরিটিজ জমা দিতে বলা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ ছিল। সোরেনের আইনজীবী আদালতে দাবি করেন, তদন্তকারী সংস্থাগুলি তাঁর মক্কেলের বিরুদ্ধে অপরাধ সংঘটনের কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। তাই সোরেনের জামিন মঞ্জুর করা হোক। গত ১৩ জুন হাইকোর্ট এ নিয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।

ইন্ডিয়া জোট শরিক দলের নেতার জামিনের খবর পেয়েই এক্সবার্তায় অভিনন্দন জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১টায় এক বার্তায় তিনি লেখেন, হেমন্ত সোরেন এক আদিবাসী নেতা, যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। আজ তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আমি খুব খুশি এই খবর শুনে। আশা করি খুব শীঘ্রই তিনি জনসেবামূলক কাজে আত্মনিয়োগ করবেন। আমাদের মধ্যে হেমন্ত সোরেনকে ফিরে আসার অভিনন্দন জানাই।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর কৌঁসুলি সংবাদসংস্থাকে জানান, সোরেনের জামিন মঞ্জুর হয়েছে। প্রাথমিকভাবে আদালত তাঁর বিরুদ্ধে অপরাধের কোনও প্রমাণ পায়নি। জামিনে থাকাকালীন তিনি আদালতের শর্তে রাজি আছেন। প্রসঙ্গত, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেন বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা জেলে ছিলেন। গত ৩১ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে।

সোরেনের আরেক আইনজীবী মীনাক্ষি অরোরা সওয়ালে দাবি করেন, হেমন্তকে অনৈতিকভাবে নিশানা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে, ইডি-র যুক্তি ছিল, রাজ্যের রাজধানী রাঁচিতে ৮.৮৬ একর জমি দখল করতে তিনি মুখ্যমন্ত্রী পদের অপব্যবহার করেছিলেন।


ভিডিও স্টোরি