Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তা!কানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিওবালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশসম্পর্কে টানাপড়েন! প্রেমিকাকে ঘরে আটকে আত্মঘাতী লিভ ইন সঙ্গী, হাতের শিরা কেটে জখম তরুণীও'সবাই ভাবত আমি অপয়া,' সব চূড়ান্ত হয়েও ৯ ছবি থেকে বাদ পড়ে যান বিদ্যালাঞ্চের আগে জোড়া আঘাত! দুই ইংরেজ ওপেনারকে ফিরিয়ে প্রথম অঙ্কের নায়ক নীতীশ রেড্ডি
Hemant Soren

ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হেমন্ত, বৃহস্পতিবার মামলার শুনানি

ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন হেমন্ত সোরেন। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।

ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হেমন্ত, বৃহস্পতিবার মামলার শুনানি

শেষ আপডেট: 1 February 2024 01:45

দ্য ওয়াল ব্যুরো: জমি কেলেঙ্কারির অভিযোগে বুধবার ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মু্খ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার দাবি জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আগে এদিন রাতেই ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন হেমন্ত। 

ইডির সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছেন হেমন্ত সোরেন। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলার শুনানি হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি অনুভা রাওয়াত চৌধুরীর ডিভিশন বেঞ্চে সকাল সাড়ে ১০ টায় মামলাটি শুনানির জন্য উঠবে বলে খবর। 

বুধবার প্রায় সাত ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন হেমন্ত। সন্ধ্যায় রাজভবনে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফাপত্র জমা দেওয়ার পরই তাঁকে গ্রেফতার করা হয়। 

এরই মধ্যেই ইডির বিরুদ্ধে থানায় অভিযোগও করেছেন হেমন্ত। তফসিলি জাতি, জনজাতি আইনে মামলা দায়ের করেছেন তিনি। হেমন্তের অভিযোগ, ইডি তাঁর দিল্লির ফাঁকা বাড়ি থেকে যে বিএমডব্লিউ গাড়ি এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে, তার মালিক তিনি নন। ইডি আদতে ‘ভুল তথ্য’ পেশ করছে বলে দাবি করেন তিনি।

প্রসঙ্গত, হেমন্তের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কয়েক দিন ধরেই তাঁকে খুঁজছিল ইডি। রবিবার শেষ বার দিল্লি বিমানবন্দরে নামতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু তারপর হেমন্তের দিল্লির বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। প্রায় ৩০ ঘণ্টা ‘নিখোঁজ’ থাকার পর বুধবার দুপুরে রাঁচীতে নিজের বাড়ির সামনে হেমন্ত সোরেনকে দেখা যায় । এরপরই তাঁর বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি। 

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সি সূত্রে হেমন্ত সরেনকে গ্রেফতারের নেপথ্যে কলকাতার দুই ব্যবসায়ীর জবানবন্দিই ছিল ইডির হাতে অন্যতম প্রমাণ। দিলীপ ঘোষ এবং অমিত আগরওয়াল নামে দুই ব্যবসায়ীকে গত বছর জুন মাসে কলকাতা থেকে গ্রেফতার করে ইডি। তারপর তাঁদের জেরা করে গোটা কেলেঙ্কারিতে হেমন্ত সরেনের যোগ নিয়ে সুর্নির্দিষ্ট কিছু তথ্য প্রমান পাওয়া যায় বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর। 


ভিডিও স্টোরি