শেষ আপডেট: 13th January 2025 11:46
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের কুম্ভমেলা (Maha Kumbh Mela)-র শুরু হয়ে গেল সোমবার। এটি চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আর শুরুর দিনই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দেখা যাচ্ছে ভক্তদের ঢল। কুম্ভমেলার প্রধান শাহী স্নান শুরু হয়েছে সকাল থেকেই।
শুধুমাত্র ভারতের বিভিন্ন রাজ্য থেকে নয়। বিদেশ থেকেও বহু ভক্ত এসেছেন প্রয়াগরাজে। কুম্ভমেলার শুরুর দিন থেকেই তাঁরা শাহী স্নানে মন দিয়েছেন। ইতিমধ্যে একাধিক বিদেশি নাগরিকের ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। এই সময়টা অধ্যাধিক ঠান্ডা থাকে। স্বভাবতই জলও মারাত্মক ঠান্ডা। তবে শাহী স্নানে কোনও রকম কার্পণ্য করছেন না কেউই।
'জল ঠান্ডা তো কী হয়েছে, এখানে এসে হৃদয় উষ্ণতায় ভরে গেছে...' এমন ভাষাতেই মনের ভাব প্রকাশ করছেন বিদেশিরা। কুম্ভে এসে এক ব্রাজিলিয় ভক্তের বক্তব্য, মোক্ষ খুঁজতে তিনি ভারতে এসেছেন। আর কুম্ভমেলায় এসে তাঁর মন ভরে গেছে। তিনি প্রথমবার ভারতে এসেই কুম্ভমেলায় গেছেন। বলছেন, ভারত তো বিশ্বের সাংস্কৃতিক রাজধানী। তাই এখানে এই পরিবেশ পেয়ে তিনি ধন্য।
#WATCH | Prayagraj | A Brazilian devotee at #MahaKumbh2025, Fransisco says, "I practice Yoga and I am searching for Moksha. It's amazing here, India is the spiritual heart of the world... Water is cold but the heart is filled with warmth." pic.twitter.com/as1oBQXmGl
— ANI (@ANI) January 12, 2025
ব্রাজিল ছাড়াও স্পেন, পর্তুগাল, রাশিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ থেকে ভক্তরা এসেছেন কুম্ভমেলায়। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলই হয়ে উঠেছে সবকিছুর কেন্দ্রবিন্দু। সাধু-সন্ন্যাসী, সাধারণ মানুষ তো বটেই মহাকুম্ভ যজ্ঞে বহু হেভিওয়েটরাও অংশ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন 'অ্যাপল' সংস্থার সহ-প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন সিইও, স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল। মহাকুম্ভের জন্য প্রয়াগরাজ যাওয়ার আগে শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেছেন তিনি।
এই কুম্ভমেলার প্রধান শাহী স্নানের (Kumbh Mela 2025 Sahi Snan Dates) তারিখগুলি হল:
• ১৩ জানুয়ারি ২০২৫: পৌষ পূর্ণিমা
• ১৪ জানুয়ারি ২০২৫: মকর সংক্রান্তি (প্রথম শাহী স্নান)
• ২৯ জানুয়ারি ২০২৫: মৌনি অমাবস্যা (দ্বিতীয় শাহী স্নান)
• ৩ ফেব্রুয়ারি ২০২৫: বসন্ত পঞ্চমী (তৃতীয় শাহী স্নান)
• ৪ ফেব্রুয়ারি ২০২৫: অচলা সপ্তমী
• ১২ ফেব্রুয়ারি ২০২৫: মাঘী পূর্ণিমা
• ২৬ ফেব্রুয়ারি ২০২৫: মহাশিবরাত্রি ( এই কুম্ভের শেষ শাহী স্নান )
মহাকুম্ভের অন্যতম আকর্ষণ 'কল্পবাসী' প্রথা। হিন্দু পুরাণ অনুসারে এ এক প্রাচীন প্রথা। 'কল্প' অর্থাৎ দীর্ঘ সময় আর 'বাস' অর্থাৎ, বসবাস করা। গোটা মাঘ মাস জুড়ে তিন নদীর সঙ্গমের বালুতটে থাকেন কল্পবাসীরা। তীব্র শীত উপেক্ষা করে প্রতিদিন তাঁরা বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করেন। সাধারণত, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং বিহারের গ্রামের মানুষরা মহাকুম্ভের 'কল্পবাসী' হন।