শেষ আপডেট: 29th October 2024 18:52
দ্য ওয়াল ব্যুরো: খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় রেলের। প্রতিদিনই একের পর এক ঘটনায় মাথা খারাপ হওয়ার জোগাড় দেশবাসীর। গত সপ্তাহেই ভাস্কো দা গামা এক্সপ্রেসের এসি কোচে বিষাক্ত সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার ভারতীয় রেলের হতশ্রী ছবি সামনে আনলেন ইরিনা মোরেনো নামে এক বিদেশি তরুণী।
সম্প্রতি উদয়পুর সিটি-জয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে চড়েছিলেন তরুণী। ভ্রমণের সেই অভিজ্ঞতা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ওই ট্রেনের ঠিক কেমন অবস্থা তা জানাতেই একাধিক বিষয় ক্যামেরাবন্দী করেছিলেন ইরিনা। পরে তা ইনস্টাগ্রামে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।
ঠিক কী অভিযোগ এনেছেন তিনি?
দুরপাল্লার ট্রেনে বাথরুম নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। তাকেই হাতিয়ার করে ভারতীয় রেলের তুলোধনা করেছেন তরুণী। এবার ইন্টারসিটি ট্রেনের সেকেন্ড ক্লাসের বাথরুম ও অস্বচ্ছতার অভিযোগ সামনে এনে শোরগোল ফেলেছেন ইরিনা।
তিনি ভিডিওতে লিখেছেন, ভারতের ট্রেনে ওয়েস্টার্ন টয়লেটের হাল দেখুন! ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে ভিডিওটি ৫৮ লক্ষ মানুষ দেখে নিয়েছেন। লাইকও দিয়েছেন ৫২ হাজারেরও বেশি মানুষ।
View this post on Instagram
ইরিনার এমন ভিডিও ছড়িয়ে পড়তে নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, ‘আপনি সস্তার সেকেন্ড ক্লাসে চড়ছেন। পারলে ফার্স্ট ক্লাসে চড়ুন এবং ছবি তুলে মানুষকে দেখান।’
আরেকজন জানিয়েছেন, 'বন্দে ভারত-সহ অনান্য হাইস্পিড ট্রেন ব্যবহার না করে আপনি সস্তার ট্রেন বেছে নিয়েছেন। সম্মানের সঙ্গে ট্রেন চড়ুন।’
একজন লেখেন, এই টিকিটের দাম মেরেকেটে ১০০ থেকে ১২০ টাকা। ওই পয়সায় আপনি একটি পিজার টপিংও পাবেন না। এমনকি ভারতীয়রাও সেকেন্ড ক্লাসে যাত্রার আগে দু’বার ভাবেন। সেখানে আপনি কেন এটা করলেন? পারলে আপনার বাজেট বাড়ান, পরিষেবা উপভোগ করুন।’
শুধু উদয়পুর থেকে জয়পুর যাওয়ার ট্রেনই নয়, ইরিনা ভারতীয় রেলের একটি ফার্স্ট ক্লাসের ভিডিও আপলোড করেছেন। যা ইতিমধ্যে ১ লক্ষ ৯৫ হাজার মানুষ দেখে নিয়েছেন।