ফাইল ছবি।
শেষ আপডেট: 2 April 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো: ফি বছর সারা বিশ্বের সেরা ধনকুবেরের তালিকা প্রকাশ করে ফোর্বস (Forbes Billionaires List 2025)। আগেই সেরা দশের সেই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। এবার বাদ পড়লেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিও (Mukesh Ambani)।
২০২৫ সালে ফোর্বস ধনকুবেরদের যে তালিকা প্রকাশ করেছে তাতে ১৮ নম্বরে নাম রয়েছে আম্বানির। গতবারে নাম ছিল দশে। স্বভাবতই, অনেকেই কৌতূকের সুরে বলছেন, 'গরিব' হলেন আম্বানি!
ফোর্বসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এবারে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ২৩.৫ বিলিয়ন ডলার কমেছে। গত বছর যা ছিল ১১৬ বিলিয়ন ডলার। অন্যদিকে তালিকার শীর্ষে উঠে এসেছেন টেসলা কর্তা এলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার।
এতদিন এক নম্বরে ছিলেন বার্নার্ড আর্নল্ট। এবারে তাঁর স্থান পঞ্চম। অন্যদিকে আমাজন প্রতিষ্ঠাতা জোফ বেজোসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মার্ক জুকারবার্গ। থার্ড বয় হতে হয়েছে বেজোসকে।
চলতি বছরে ফোর্বসের তরফে মোট ৩ হাজার ২৮ জন ধন কুবেরের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৭০০ নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তালিকায় আম্বানির কিছুটা পরে রয়েছেন গৌতম আদানি। ২৮ তম স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৬.৩ বিলিয়ন ডলার।