Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Forbes Billionaires List 2025

আদানির পর আম্বানি! বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন রিলায়েন্স কর্তা

অনেকেই কৌতূকের সুরে বলছেন, 'গরিব' হলেন আম্বানি!

আদানির পর আম্বানি! বিশ্বের সেরা দশ ধনকুবেরের তালিকা থেকে ছিটকে গেলেন রিলায়েন্স কর্তা

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 April 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: ফি বছর সারা বিশ্বের সেরা ধনকুবেরের তালিকা প্রকাশ করে ফোর্বস (Forbes Billionaires List 2025)। আগেই সেরা দশের সেই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। এবার বাদ পড়লেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিও (Mukesh Ambani)।

২০২৫ সালে ফোর্বস ধনকুবেরদের যে তালিকা প্রকাশ করেছে তাতে ১৮ নম্বরে নাম রয়েছে আম্বানির। গতবারে নাম ছিল দশে। স্বভাবতই, অনেকেই কৌতূকের সুরে বলছেন, 'গরিব' হলেন আম্বানি!

ফোর্বসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত বছরের তুলনায় এবারে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ২৩.৫ বিলিয়ন ডলার কমেছে। গত বছর যা ছিল ১১৬ বিলিয়ন ডলার। অন্যদিকে তালিকার শীর্ষে উঠে এসেছেন টেসলা কর্তা এলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন মার্কিন ডলার।

এতদিন এক নম্বরে ছিলেন বার্নার্ড আর্নল্ট। এবারে তাঁর স্থান পঞ্চম। অন্যদিকে আমাজন প্রতিষ্ঠাতা জোফ বেজোসকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন  মার্ক জুকারবার্গ। থার্ড বয় হতে হয়েছে বেজোসকে। 

চলতি বছরে ফোর্বসের তরফে মোট ৩ হাজার ২৮ জন ধন কুবেরের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৭০০ নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তালিকায় আম্বানির কিছুটা পরে রয়েছেন গৌতম আদানি। ২৮ তম স্থানে রয়েছেন তিনি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৫৬.৩ বিলিয়ন ডলার।


ভিডিও স্টোরি