শেষ আপডেট: 5th November 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই মারণ ক্যানসারে ভুগছেন! মঙ্গলবার শারীরিক অবস্থার আরও অবনতি হল জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী পদ্মভূষণ সারদা সিনহার। আপাতত শিল্পীকে দিল্লির এইমস হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। এদিকে তাঁর শরীর খারাপের কথা কানে পৌঁছতেই এদিন সকালে স্বাস্থ্যের খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, শিল্পীর ছেলে অংশুমান সিনহার সঙ্গে এদিন বেশ কিছুক্ষণ ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। বিশিষ্ট গায়িকার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি চিকিৎসায় সবরকম সাহায্যেরও আশ্বাস দেন মোদী।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার সন্ধের পর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিল্পীকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও এদিন সকাল থেকেই সারদা সিনহার শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু ছেলে অংশুমান জানান বর্তমানে তাঁর মা ভেন্টিলেটরে রয়েছেন। গুজবে কান দেবেন না।
তিনি মনে করিয়ে দেন, চিকিৎসকের দল প্রতিনিয়ত মায়ের যত্ন নিচ্ছেন। আমি নিজেও গিয়ে মাকে দেখে এসেছি। চোখের ইশারায় কিছুক্ষণ মায়ের সঙ্গে কথাও হয়েছে। এছাড়া এদিন ফেসবুক লাইভে অংশুমান জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তাঁর মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
Sharda Sinha on vent live update
Posted by Sharda Sinha on Monday 4 November 2024
দিল্লি এইমসের তরফে সর্বশেষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শারীরিক অবস্থা খুব ভাল না হলেও বর্তমানে শিল্পীর রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল। ডাক্তারদের কড়া নজরে রয়েছেন তিনি।
স্বামী ব্রজ কিশোর সিনহাকে কিছুদিন আগেই হারিয়েছেন সারদা। চলতি বছরের শুরুর দিকে ৫৪ তম বিবাহবার্ষিকী একসঙ্গে পালনও করেছিলেন। বিহারের খ্যাতনামা গায়িকা সারদা সিনহা। মৈথিলী, ভোজপুরি, মগধী-সহ বিভিন্ন ভাষায় একাধিক গান গেয়েছেন। তাঁর গাওয়া ছট পুজোর গান দারুণ জনপ্রিয়। এছাড়াও ম্যায়নে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌন-সহ একাধিক ছবিতে প্লে ব্যাক করেছেন সারদা সিনহা।