শেষ আপডেট: 19th January 2025 12:51
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের সুরাটের একটি ড্রেন থেকে উদ্ধার হল কন্যা ভ্রূণ। সিগারেটের প্যাকেট ও বেলুনের মধ্যে থেকে সেটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি সুরাটের অপেক্ষানগর এলাকায় একটি ফাঁকা জায়গায় খেলছিল বাচ্চারা। তারা দেখে পাশের একটি পরিত্যক্ত জায়গায় কয়েকটি শকুন কিছু একটা খুঁটে খাচ্ছে। তারা সামনে গিয়ে দেখে সেটির আকৃতি বাচ্চার মতো। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। তারা গিয়ে সেটি উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান, কন্যা ভ্রূণ ছিল। মৃত্যু হয়েছে।
তদন্ত করে পুলিশ জানতে পারে, ১৬ বছর বয়সি এক কিশোরীর এই কাজ। তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ১৭ বছর বয়সি এক কিশোরের আলাপ হয়। তিনি সুরাটেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। দু'জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয় ও কিশোরী অন্তঃসত্ত্বা হন। এটি জানার পরই ওই কিশোর মুম্বইয়ে পালিয়ে যান।
কিশোরী পুলিশের কাছে জানিয়েছেন, কিশোর তাঁকে দু'টো ওষুধ পাঠান এবং খেয়ে গর্ভপাতের পরামর্শ দেন। সেই অনুযায়ী তিনি একাজ করেন। কিশোরীকে এরপর গ্রেফতার করে সিভিল হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। তিনি আদৌ গর্ভপাত করেছিলেন কি না তা দেখা হচ্ছে।
এদিকে, ওই কিশোরাী ৩ জানুয়ারি পর্যন্ত স্কুল করেছেন। সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সংগ্রহ করা হয়েছে ওই ভ্রূণের ডিএনএ। কিশোর ও কিশোরীর সঙ্গে তা মিলিয়ে দেখা হতে পারে।