শেষ আপডেট: 31st January 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাজেট অধিবেশনের প্রথম দিনই ২০২৪-২৫ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যাতে চলতি আর্থিক বছরের গতিপ্রকৃতি এবং আগামী বছরের পরিকল্পনার কথা উল্লেখ থাকে। এবারের আর্থিক সমীক্ষায় দেশে আগামী বছরের গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৬.৩ শতাংশ থেকে ৬.৮ শতাংশের মধ্যে। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিও আগামী বছরে ধোঁয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আর্থিক সমীক্ষা। সেই সঙ্গে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি লক্ষ্যমাত্রার সঙ্গে সাযুজ্য রেখে চলবে।
আর্থিক সমীক্ষা বলছে, দেশের সার্ভিসেস বাণিজ্যের বৃদ্ধি সর্বমোট বাণিজ্য হিসাবে ভারসাম্য রাখতে সহায়তা করেছে। দেশের সার্ভিসেস রফতানি বাণিজ্যে বৃদ্ধি বিশ্বে সপ্তম বৃহৎ দেশে পরিণত করেছে। সমীক্ষায় আরও প্রকাশ যে, নির্মাণ লক্ষ্যণীয়ভাবে স্বতন্ত্র হয়ে বৃদ্ধি পেয়েছে ২০২১ অর্থবর্ষের মাঝামাঝি থেকে। অতিমারির আগে থেকে পরিকাঠামো উন্নয়ন এবং আবাসনের চাহিদা বহু গুণে বেড়েছে।
প্রধান প্রধান পরিকাঠামো ক্ষেত্রে সরকারি মূলধনী ব্যয় গত পাঁচ বছরে বহু গুণে বেড়েছে বলে জানিয়েছে আর্থিক সমীক্ষা। ২০২০-২০২৪ সালের মধ্যে মূলধনী ব্যয় বৃদ্ধির প্রবণতা ৩৮.৮ শতাংশ বলে জানানো হয়েছে সমীক্ষায়। এতে আরও বলা হয়েছে, বিশ্ব শেয়ার বাজারের তালিকায় ভারতের শেয়ার বৃদ্ধি ঘটেছে ৩০ শতাংশ। ২০২৩ সালে যা ছিল মাত্র ১৭ শতাংশ। আর্থিক সমীক্ষায় আরও বলা হয়েছে, এপ্রিল-ডিসেম্বরের মধ্যে জল জীবন মিশনের আওতায় ৫৮৫৩ কিমি জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। ১২ কোটির বেশি মানুষ এই প্রকল্পের সুবিধায় পাইপবাহিত জল পাচ্ছেন।