শেষ আপডেট: 14th November 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আকাশ ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ায় পরপর দুদিন রাজধানী শহর ও উত্তর ভারতে ট্রেন-বিমান চলাচল বিপর্যস্ত। বৃহস্পতিবারও ভোর থেকেই দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা ছিল বিষাক্ত ধোঁয়ায় ঢাকা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হিসাব অনুযায়ী এদিন দিল্লি ও সংলগ্ন এলাকায় বাতাসে দূষণের মাত্রা ছিল 'তীব্র'। যে কারণে জমা ধোঁয়া ও শীতকালীন কুয়াশা মিলে ঘন চাদরে ঢেকে যায় উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ।
যার ফলে দিল্লিমুখী ও দিল্লি থেকে ছাড়া ট্রেন ও বিমান চলাচল দুর্ভোগের মধ্যে পড়ে। দিল্লি ছাড়াও অমৃতসর, জলন্ধর ও বারাণসীতেও তার প্রভাব পড়ে। এদিন সকালে ইন্ডিগো বিমান সংস্থা এক সতর্কতায় জানায়, শীতের কুয়াশায় বেশ কিছু বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। সেগুলি হল অমৃতসর, বারাণসী ও দিল্লিমুখী ও এই বিমানবন্দরগুলি থেকে ছাড়া উড়ানগুলি। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন প্রকৃত সময়সারণি দেখে বেরোন এবং হাতে সময় রাখতে অনুরোধ করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, একইভাবে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। অন্তত ১২টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলাচল করছে। সেগুলি হল সিএসএমটি এএসআর এক্সপ্রেস, ইন্দোর-নয়াদিল্লি এক্সপ্রেস, মালওয়া সুপার ফাস্ট এক্সপ্রেস।