শেষ আপডেট: 7th December 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে সোজা লেকে পড়ল গাড়ি। পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজন বন্ধুর। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে তেলঙ্গানার ইয়ারাগিরিগুট্টার পোচমপল্লি থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ তেলেঙ্গানার কোঠাগুডেম থেকে থেকে পোচমপল্লিতে আসছিলেন ছ’জন বন্ধু। কিন্তু রাস্তার বাঁক ঘুরতে গিয়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক।
এরপরই সেটি সোজা লেকে গিয়ে পড়ে। মৃতেরা হলেন, ভামসি (২৩), দীনেশ (২১), হর্ষ (২১), বালু (১৯) এবং বিনয় (২১)। কিন্তু প্রাণে বেঁচেছেন মণিকান্ত (২১) নামে এক যুবক।
জানা গেছে, গাড়িতে ছ’জন থাকলেও একজন সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচাতে পারলেও বাকি পাঁচজন সেটা পারেননি। গাড়ি সমেত লেকের জলে ডুবে মৃত্যু হয় তাঁদের। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, মত্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়েই এমন কাণ্ড।
বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে কীভাবে এমন ঘটনা ঘটল, সবাই প্রাণে মারা গেলেও কীভাবে প্রাণে বাঁচলেন মণিকান্ত তা জানার চেষ্টা করছে পুলিশ।
মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পরই সবটা পরিষ্কার হবে। তারপরই পরিবারের হাতে দেহ তুলে দেবে পুলিশ।