শেষ আপডেট: 5th February 2025 22:19
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আরও পাঁচটি চিতাকে ছাড়া হল। বুধবার শেহপুরে মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে চিতা ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয় বলে বন দফতর সূত্রে খবর।
এদিন জাতীয় উদ্যানে চিতাগুলিকে ছাড়ার আগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কড়া পর্যবেক্ষণের মধ্যেই পাঁচজনকে জঙ্গলে ছাড়া হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে দ্বিতীয়বার সুরক্ষিত এলাকার বাইরে অর্থাৎ খোলা অরণ্যে ছাড়া হল চিতাদের।
এর আগে গত বছর ৪ ডিসেম্বর দুটি পুরুষ চিতাকে জঙ্গলে ছাড়া হয়েছিল। বুধবার আরও পাঁচজনকে গভীর জঙ্গলে ছাড়া হল। এদিকে মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকা থেকে উড়িয়ে আনা পাঁচ বছরের চিতা বীরা দু'টি সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, 'চিতার সংখ্যা বাড়ার কারণে রাজ্যের পর্যটনে ইতিবাচক প্রভাব পড়েছে। মধ্যপ্রদেশে পর্যটন শিল্পের উন্নতি হচ্ছে এবং কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য আমরা সবসময় প্রস্তুত।'
নতুন পাঁচ চিতাবাঘের মধ্যে কয়েকজনকে শেহপুরের কুনো জাতীয় উদ্যান এবং কয়েকজনকে মান্দসৌরের গান্ধী সাগরে পরবর্তীতে স্থানান্তরিত করা হবে বলে বন দফতর সূত্রে খবর। ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া থেকে কুনোতে আটটি চিতার প্রথম দল ছাড়েন। এরপর ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি ফের দক্ষিণ আফ্রিকা থেকে ১২ চিতাকে উড়িয়ে আনা হয়।
সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশে ১৮টি চিতাকে উড়িয়ে আনার কথা থাকলেও বিশেষ কারণে তা পিছোতে পারে বলে খবর। তার মধ্যেই ফের দেশে এল পাঁচ নতুন চিতা। সবমিলিয়ে সময় গত গড়াচ্ছে কুনোয় চিতার সংখ্যা বেড়েই চলেছে।