শেষ আপডেট: 3rd December 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। এবার কেরলে মৃত্যু হল পাঁচ এমবিবিএস পড়ুয়ার। কেরলের আলাপ্পুঝা জেলার ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে পাঁচ জুনিয়র ডাক্তারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশ সূত্রে খবর, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ডাক্তারি পড়ুয়াদের গাড়ির। গাড়ির বেপরোয়া গতির জেরেই এমন কাণ্ড বলে মনে করা হচ্ছে।
নিহত পড়ুয়াদের নাম দেবানন্দ, মহম্মদ ইব্রাহিম এবং আয়ুশ সাজি, শ্রীদীপ ভালসান এবং মহম্মদ জব্বার। তারা আলাপুঝার টিডি মেডিক্যাল কলেজের পড়ুয়া। ঘটনাটি ঘটে সোমবার রাত ৯টা নাগাদ। জানা গেছে, সে সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। সাত এমবিবিএস পড়ুয়ার দল গাড়ি করে ফিরছিলেন। সে সময় তাঁদের গাড়ির বেপরোয়া গতির জেরেই এমন কাণ্ড।
সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে থাকা পড়ুয়াদের দেহ একেবারে দলা পাকিয়ে গেছিল। তাঁদের গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বের করা হয়। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে বলে খবর। অন্যদিকে, যাত্রীবাহী সরকারি বাসের বনেটটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থলেই পাঁচ ছাত্রের মধ্যে তিনজন মারা গেলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জন মারা যান। আহত অন্য দুই ছাত্রকে চিকিৎসার জন্য আলাপ্পুঝা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পড়ুয়ারা প্রথম বর্ষে ছাত্র ছিলেন বলে জানা গেছে।
পড়ুয়াদের পাশাপাশি চার জন বাসযাত্রী আহত হয়েছেন বলে খবর। দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ২৭ নভেম্বর বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজন ডাক্তারের। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে যায় স্করপিও। সাইফাইয়ের উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ছিলেন এই ৬ জন ডাক্তার। লখনউয়ে একটি অনুষ্ঠান বাড়িতে গেছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। বুধবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ডাক্তারদের গাড়িটি ডিভাইডার ভেঙে অপরদিক থেকে আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের।