শেষ আপডেট: 16th November 2024 15:21
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ মাওবাদী খতম হয়েছে। শনিবার সকালে বস্তার ডিভিশনের কাঙ্কের-নারায়ণপুর জেলার সীমান্ত এলাকার আবুঝমাঢ় জঙ্গল এলাকায় সংঘর্ষ বাধে। সংঘর্ষস্থল থেকে পাঁচটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। ডিআরজি-র দুই জওয়ান মাওবাদী হামলায় জখম হয়েছেন। তাঁদের জঙ্গল এলাকা থেকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য রায়পুর নিয়ে যাওয়া হয়।
বস্তারের পুলিশ প্রধান পি সুন্দররাজ বলেন, এখনও গুলির লড়াই চলছে। তিনি জানান, জেলা রিজার্ভ গার্ড, এসটিএফ এবং সীমান্ত রক্ষী বাহিনী যৌথ অভিযান চালায় এদিন সকালে। কাঙ্কের জঙ্গলে মাওবাদীরা ঘাপটি মেরে আছে বলে আমাদের কাছে খবর ছিল। সেই সময় তল্লাশি চালাতে গিয়ে বাহিনী মাওবাদীদের গুলির মুখোমুখি হয়। সকাল ৮টা নাগাদ মাওবাদী জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে তার পাল্টা জবাব দেয় বাহিনী।
টানা চার ঘণ্টা গুলির লড়াই চলার পর কিছুটা বাগে আসে মাওবাদীরা। তারপর সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচজনের দেহ। সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। গতবছর পর্যন্ত গোয়ার থেকে বড় ভূমিখণ্ডের এই ঘন জঙ্গল এলাকা মাওবাদীদের দুর্গ ছিল। এই জঙ্গলের বিরাট অংশ পড়ে নারায়ণপুর জেলায়। বাকি কিছুটা বিজাপুর, দান্তেওয়াড়া এবং কাঙ্কের ও মহারাষ্ট্রর মধ্যে পড়ে। দুর্ভেদ্য জঙ্গল এরিয়া মাওবাদীদের কবজায় ছিল, কোনও সরকারি হস্তক্ষেপ ছিল না এখানে।