শেষ আপডেট: 27th October 2024 21:17
দ্য ওয়াল ব্যুরো: ফের হিমাচলে দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে খাদে পড়ল বরযাত্রীর গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মান্ডিতে। দুর্ঘটনায় ১৬ বছর বয়সি এক যুবক-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মারুতি গাড়িটি বরযাত্রীদের নিয়ে মান্ডির একটি বিয়ে বাড়ি থেকে ফিরছিল। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৭০০ মিটার একটি গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা রাজেশ, গঙ্গু, কর্ণ, সাগর এবং অজয় নামে পাঁচজনের মৃত্যু হয় বলে খবর।
মৃতদের মধ্যে এক জনের বয়স ১৬ বছর। বাকিদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে বলে জানা গিয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে।
শনিবার রাতে দুর্ঘটনা ঘটলেও বিষয়টি নজরে আসে রবিবার ভোরে। স্থানীয় এক যুবক দুর্ঘটনার বিষয়টি দেখতে পেয়েই বাকিদের খবর দেয়। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও পঞ্চায়েতে খবর দেন বলে খবর। পরে পুলিশ স্থানীয়দের সাহায্য নিয়ে পাঁচজনের দেহ উদ্ধার করে। কিন্তু ততক্ষণে সবার মৃত্যু হয়েছে বলে খবর।
মান্ডি থানার পুলিশ জানিয়েছে, দেহগুলি ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তারপরই পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
গত শুক্রবারই হিমাচলের হামিরপুর জেলায় খাদে গাড়ি পড়ে মৃত্যু হয়েছিল বছর চব্বিশের ভারতীয় সেনায় কর্মরত এক যুবক। গুরুতর আহত হন আরও একজন। আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পাঁচজনের মৃত্যুর ঘটনায় অশান্ত হিমাচল প্রদেশ।