শেষ আপডেট: 12th December 2024 18:47
দ্য ওয়াল ব্যুরো: গত এক দশকেরও বেশি সময় ধরে টালবাহানা চলার পর শেষমেশ সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়েছে। ইতিমধ্যে অশান্ত সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহীরা। পশ্চিম এশিয়ার এই দেশে আটকে জীবন সংশয় দেখা দিয়েছিল সে দেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যে। মঙ্গলবারই সেখান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন ৭৫ ভারতীয়।
তাঁদের মধ্যে প্রথম ভারতীয় হিসাবে দেশের মাটিতে পা রেখেছেন উত্তর প্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রবি ভূষণ। দেশে ফিরেই সিরিয়ার বর্তমান অবস্থার কথা শোনা গেল তাঁর মুখে।
গাজিয়াবাদের ব্যবসায়ী জানান, ‘ভারত সরকার সিরিয়ায় আটকে থাকা ভারতীয়দের জন্য উদ্বিগ্ন। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। আমরাই প্রথম দল হিসাবে দেশে ফিরতে পেরেছি। আমাদের ফিরতে কোনওরকম সমস্যা হয়নি। সরকারের তরফে বারবার আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে পরিস্থিতি ঠিকঠাক রয়েছে কী না।’
রবি আরও জানিয়েছেন, ‘সিরিয়ায় অবস্থিত ভারতীয় দুতাবাসও প্রতি ঘণ্টায় আমাদের খোঁজ নিয়েছে। আমাদের জন্য ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই সংক্রান্ত বিষয়ের আপডেট আমাদের কানে আসতে থাকে। সিরিয়ায় আমাদের খাবারের কোনও সমস্যা হয়নি। ভারত সরকার ও সিরিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সবসময় আমাদের পরিস্থিতির উপর নজর রেখেছে।
তিনি মনে করিয়ে দেন, ‘আমরা নিজের চোখে দেখেছি অনান্য দেশের লোকেরা সেখানে কীভাবে কষ্ট পাচ্ছেন! সেখানকার মহিলা ও শিশুদের চার-পাঁচ ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করেও ১০ থেকে ১২ ঘণ্টার বেশি সময় রাস্তায় বসে থাকতে দেখেছি। এটা সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু ভারত সরকার আমাদের উপর কোনওরকম আঁচ লাগতে দেয়নি।’
রবির মতে, ‘এখনও সেখানকার মানুষের চরম আতঙ্কে দিন কাটছে। প্রকাশ্য রাস্তায় এখনও গোলাগুলি ও বোমা হামলার খবর পাওয়া যাচ্ছে। সময় যত গড়াচ্ছে সিরিয়ার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।’
বস্তুত, কর্মসূত্রে বহু ভারতীয় সিরিয়ায় বসবাস করেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি বিবেচনা করে এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, যাদের সামর্থ্য রয়েছে তাঁরা এখনই বিমান ধরে সিরিয়া থেকে দেশে ফিরুন। আর যাঁরা এখনই বিমানে করে ফেরার মতো অবস্থায় নেই, তাঁরা নিজেদের গতিবিধি নিয়ন্ত্রণে করে প্রতি মুহূর্তে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন।
এ ব্যাপারে আটকে থাকা ভারতীয়দের সহায়তায় বিদেশ মন্ত্রকের তরফে একটি হেল্পলাইন নম্বর (+963 993385973) এবং ইমেল আইডি [email protected] শেয়ার করেছিল। যেকোনও সমস্যায় সেদেশে থাকা ভারতীয়দের দূতাবাসের এই নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এরপরই আটকে থাকা ভারতীয়দের এক জায়গায় এনে দেশে ফেরানোর কাজ সম্পন্ন হয়।