শেষ আপডেট: 29th September 2024 23:03
দ্য ওয়াল ব্যুরো: বেশি দিনের কথা নয়। গত সপ্তাহেই কানপুরের রেললাইনে এলপিজি সিলিন্ডার রাখা হয়েছিল। চালকের তৎপরতায় অল্পের জন্য বেঁচে গিয়েছিল মালগাড়ি। আরও একটা রবিবার। আরও একবার কানপুর। আরও একটা সিলিন্ডার। তবে এবার এলপিজি নয়, আগুন নেভানোর সিলিন্ডার মিলল রেললাইন থেকে।
ট্রেন উড়িয়ে দেওয়ার চেষ্টা থামানোই যাচ্ছে না। চলতি মাসে এই নিয়ে পাঁচ বার। পুলিশ সূত্রে খবর, চালক খানিকটা দূরে ট্রেনটিকে থামিয়ে দেওয়ায় এ যাত্রায় রক্ষা পেয়েছে পুষ্পক এক্সপ্রেস।
আরপিএফ সূত্রে খবর ট্রেনটি মুম্বই থেকে লখনউয়ের উদ্দেশে যাচ্ছিল। বিকেল ৪:১৫ নাগাদ গোবিন্দপুরী স্টেশনের কাছের লাইনে ওপর সিলিন্ডারটি পড়ে থাকতে দেখেন ট্রেনের চালক। সঙ্গে সঙ্গে এয়ার ব্রেক চেপে ট্রেন থামান তিনি।
অগস্ট মাস থেকে রেল দুর্ঘটনা ঘটাতে চাওয়া এমন বহু কাণ্ড সামনে এসেছে। অনুমান করা হচ্ছে, প্রত্যেকটি ঘটনার মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। এর পেছনে কে বা কারা, সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
১৭ অগস্ট কানপুরের কাছে রেললাইনে থাকা কোনও কিছুতে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয় সাবরমতী এক্সপ্রেসের ২০টি কামরা। ২৩ অগস্ট রাজস্থানের পালি জেলায় আহমেদাবাদ-যোধপুর বন্দে ভারতের সামনে সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়। ওই দিনই ফারুকাবাদ এক্সপ্রেসের সামনে রাখা হয়েছিল কাঠের গুঁড়ি। ৮ সেপ্টেম্বরের শুরুতে প্রয়াগরাজে রেললাইনের উপর ফেলে রাখা হয়েছিল বড় গ্যাস সিলিন্ডার, সাইকেল, দেশলাই ও পেট্রল।