শেষ আপডেট: 7th December 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস দাউদাউ করে আগুনে জ্বলে উঠল। ঘটনাটি ঘটেছে কটক স্টেশনে। খবর পেয়ে দমকল কর্মীরা সেখানে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ট্রেনটি ভুবনেশ্বর থেকে হাওড়া যাওয়ার পথে একটি কোচের নীচে আগুন দেখতে পাওয়া যায়। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, কটক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থামার সময় ব্রেক বাইন্ডিংয়ের সমস্যার কারণে আগুন লেগেছে।
ট্রেনটি যখন স্টেশনে এসে থামে, তখনই আগুন লাগে। সঙ্গে সঙ্গে দমকল কর্মী এবং আরপিএফ কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। এরপর রেলওয়ে ইঞ্জিনিয়ার এবং ফায়ার সেফটি টিম ট্রেনের অবস্থা খতিয়ে দেখার পর ফের হাওড়ার উদ্দেশে রওনা হয় ট্রেন।