শেষ আপডেট: 9th February 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: রোববার ফের আগুন লাগল মহাকুম্ভে। এই নিয়ে চার চার বার। উত্তর প্রদেশের প্রয়াগরাজের ১৯ নম্বর সেক্টরের 'কল্পবাসী' তাঁবুতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, গ্যাস লিক করার ফলে এই ঘটনা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানানো হয়েছে।
দমকলের পদস্থ আধিকারিক প্রমোদ শর্মা জানিয়েছেন, ওম প্রকাশ পাণ্ডে সেবা সংস্থার তাঁবুতে আগুন লেগেছিল, যা আদতে রাজেন্দ্র জয়সওয়াল নামে এক ব্যক্তির। খবর পাওয়ার পর দমকল বাহিনীর তিনটি টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, তাঁবুটি পুরোপুরি পুড়ে গেছে। হতাহতের কোনও খবর নেই।
গত ৭ ফেব্রুয়ারি, সেক্টর ১৮-এ ইসকন ক্যাম্পে আগুন লাগে। প্রায় ২০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সেই আতঙ্ক কাটার আগেই ফের আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই দুটি ছাড়াও মহাকুম্ভে ১৯ জানুয়ারি সেক্টর ১৯-এ সিলিন্ডার ফেটে আগুন লাগে। ২৫ জানুয়ারি সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লাগে। পর পর আগুন লাগার মতো ঘটনায় পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।