শেষ আপডেট: 11 November 2023 05:08
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন বাঙালির প্রিয় ডাল লেক। শনিবার ভোররাতে শ্রীনগরের টুরিস্ট হাবে কোনওভাবে আগুন লেগে যায়। সেই আগুন হুহু করে ছড়িয়ে পড়তে শুরু করে। দাউ দাউ করে জ্বলতে থাকে লেকের উপর ভাসতে থাকা হাউসবোট।
ডাল লেক তথা গোটা কাশ্মীরের সঙ্গেই ভ্রমণপ্রিয় বাঙালির এক অমোঘ টান। সারা বছরই বাঙালি পর্যটকরা ভিড় করেন ভূস্বর্গে। পুজো এবং দীপাবলির এই ছুটি বাঙালির কাশ্মীর ভ্রমণের অন্যতম পছন্দের সময়। ডাল লেকে নৌকাবিহার ছাড়া সেই ভ্রমণ সম্পূর্ণই হয় না। কিন্তু সেই ডাল লেকই দীপাবলির আগে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত।
VIDEO | At least five house boats destroyed in fire at Srinagar's Dal Lake. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) November 11, 2023
(Source: Third Party) pic.twitter.com/jv9hX8KCgE
জানা গেছে, ৫টি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটকদের থাকার তিনটি কুঁড়েঘর। তবে কোনও প্রাণহানি হয়নি। বিপুল টাকার সম্পত্তিহানি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত কোটি টাকা ছাড়িয়েছে বলে অনুমান।
সূত্রের খবর, শনিবার ভোর ৫.১৫ মিনিট নাগাদ ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অগ্নি নির্বাপনের চেষ্টা চলছে তৎপরতার সঙ্গে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।