শেষ আপডেট: 2nd October 2024 19:38
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার দুপুরে মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৪৫ জন। প্রত্যেকেরই বয়স ৮-১১ র মধ্যে। ঘটনায় এবার স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হল এফআইআর। তদন্ত শুরু করেছে পুলিশ।
খাবার হজম হওয়া অনেক দূর, অনেকের খাওয়া শেষও হয়নি তখম। কারও শুরু হয় বমি, কেউ মেঝেতে শুয়ে ছটফট করতে থাকে যন্ত্রণায়। বমি, পেট ব্যথা, মাথা ব্যথা ও অন্যান্য উপসর্গ নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ৩৮ জনকে। পরে আরও সাত জন অসুস্থ হয়। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে মিড ডে মিলে ভাত আর মাটকি কারি পরিবেশন করা হয়েছিল। সেই খাবার খেয়েই শুরু হয় প্রতিক্রিয়া। ওই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। থানে পুরসভার তরফে মঙ্গলবার বেলায় জানানো হয়, সকলেই বিপদমুক্ত।
এদিকে অভিভাবকরা দাবি করতে শুরু করেন, এর আগেও মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগ উঠেছিল এই স্কুলে। গুণমান, এমনকি পরিচ্ছন্নতা বজায় না রাখারও অভিযোগ ওঠে। এর আগে মিড ডে মিল থেকে কীটপতঙ্গ উদ্ধার হয়েছে। পড়ুয়াদের খাবার পরিবেশনের আগে প্রিন্সিপাল সেই খাবার পরীক্ষা করেন না বলেও দাবি করেন অভিভাবকদের একাংশ।
ঘটনায় বুধবার এক অভিভাবক কালওয়া পুলিশে একটি মামলা দায়ের করেন। এপর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।